Learn English Grammar Easy From Online

Pages

Elements Of Sentence


একটি অর্থপূর্ণ Sentence তৈরি করতে হলে অনেক গুলো elements বা উপাদান দরকার পড়ে আর সে গুলো কে আমরা বলি Elements of Sentence. যদি এই বিষয় গুলো সম্পর্কে আমাদের ভাল ধারণা না থাকে তবে Grammar এর বিভিন্ন Stage Problem Face করবো। তাই নিচের Topic গুলো আমাদের ভালভাবে জানা থাকা দরকার।

Subject: Subject অর্থ কর্তা। Sentence এর যে অংশ কোনো বাক্তি বা বস্তুর নাম নির্দেশ করে এবং যাকে নিয়ে বা যার সম্পর্কে আমরা আলোচনা করি তাকে Subject বলে। (The part which names the person or thing we are speaking about is called the subject of the sentence) যেমন -

(1) A boy lived in the village. 
(2) He liked his lessons. 
(3) Her parents sent her to school.

Verb: Verb অর্থ ক্রিয়া বা কাজ। যে Word বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে Verb বলে। (A verb is a word that expresses some action) যেমন -

(1) Rakib plays cricket.
(2) Munni sings a song.
(3)They see the bird.

Object: Object অর্থ উপাদান। অর্থাৎ Subject বা কর্তা যে উপাদান নিয়ে ক্রিয়া বা কাজ সম্পন্ন করে সেই উপাদানকে Object বা কর্ম বলে। (If we ask a verb ‘Whom’ or ‘What’ the answer we get is an object) যেমন -

(1) Boys see the cow
(2) I am eating food
(3) They saw him.

Complement: আমরা Subject, Verb, Object ইত্যাদি চিনলাম। কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ element রয়ে গেছে। একটি বাক্য দিয়ে তা দেখবো। He is a doctor. এই Sentence He হল subject কিন্তু doctor কোনো object নয়। কারণ object এর সাথে subject এর একটা কাজের সম্পর্ক থাকে। যেমন- He eats rice বাক্যটিতে rice হল object এটি নিয়ে subject একটা কাজ করে, আর সেটি হল eat এখানে he এবং rice দুটি ভিন্ন জিনিস। কিন্তু He is a doctor বাক্যটিতে he এবং doctor দুটি একই ব্যক্তি কে বোঝায়। He যিনি Doctor তিনি তাহলে Doctor এটি object নয় বরং এটি হল Complement বা সম্পুরক।

এভাবে verb এর পরে subject এরই অন্য একটি পরিচয় বসলে তাকে বলে Complement. আর ওই verb কে বলে Linking Verb. (The word which helps to complete the meaning of the sentence is called complement) যেমন -

(1) Mr. John is a teacher (Here Mr. John & teacher are the same person)

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE