Learn English Grammar Easy From Online

Pages

Sentences According To Structure

Formation Of Sentence বা বাক্য গঠন:

বাক্য কখনো single worded বা একপদী, কখনো multi worded বা বহুপদী হয়। Spoken English এ কখনো Verb থাকে, কখনো Verb থাকে না। (Sentence may be single-worded and multi-worded with verbs and without verb. Single-worded sentences and multi-worded sentences without verbs are often said in Spoken English)

Kinds Of Sentence বা বাক্য প্রকার:

According To The  Structure গঠনগত ভাবে Sentence তিন প্রকার। নিচে বিস্তারিত বর্ণনা করা হল।

1.     Simple Sentence (সরল বাক্য) যে Sentence এ একটি মাত্র Subject অর একটি মাত্র Finite Verb (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে Simple Sentence বলে। Simple Sentence এ একটি Finite Verb ছাড়া এক বা একাধিক Non-Finite বা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। যেমন -  

ছেলেরা ফুটবল খেলে The boys play football.
সে স্কুলে লিখতে এবং পড়তে যাই He goes to school to read and write.
আমি তাকে দৌড়াইতে দেখেছিলামI saw him running.

উপরের বাক্যে একটি মাত্র Finite Verb হল Saw যেটা নিজের অর্থ নিজে সম্পূর্ণ করতে পারে। কিন্তু Running এটা Non-Finite Verb কারণ এর অর্থ হল দৌড়াইতে যেটা পূর্ণ অর্থ প্রদান করে না।

NB: আবার যদি Sentence এর শুরুতে Verb+ing, Because of, Without+Verb+ing, By+Verb+ing, Too—to, -to-, In spite of etc. থাকে তহলে সে গুলো Simple Sentence হয়। যেমন -   

Seeing the police, the thief ran away.
Because of his being small, he cannot work hard.
Without working hard, you will not prosper in life.
By working hard, you can succeed in life.
He is too weak to work.
He worked hard to prosper in life.
In spite of having vast riches, the man wants more.

আবার কখনো কখনো Simple Sentence এর Subject উহ্য থাকতে পারে। যেমন

Come Or, Come here Or, Come to the blackboard etc.

2.     Complex Sentence (জটিল বাক্য) যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে। যেমন -

যদিও সে ধনী তবু সে সৎ Although he is rich, he is honest.
আমি জানি যে সে আমাকে সাহায্য করত - I know that, he would help me.
এই সেই ছেলেটি যে কাজটি করেছিলো This is the boy, who did the work.
আমি জানি যা সে চিন্তা করে I know, what he thinks.

উপরের বাক্যে কে যদি দুটি ভাগে ভাগ করি তাহলে হয়

I know - আমি জানি
What he thinks - যা সে চিন্তা করে

এখানে Sentence এর প্রথম অংশ (I know-আমি জানি) আলাদাভাবে একটি বাক্য গঠন করতে পারে, কিন্তু দ্বিতীয় অংশটি (What he thinks-যা সে চিন্তা করে) আলাদা ভাবে যে অর্থ প্রকাশ করে তা সম্পূর্ণ নয়। এখানে কি চিন্তা করে? বা সে যেটা চিন্তা করে সেটা কি? এই ধরণের প্রশ্ন থেকে যায়। তাই বাক্যটিতে প্রথম অংশ Main/Principal/Independent clause এবং দ্বিতীয় অংশটি হল Subordinate Clause.

NB: Principal Clause অর্থ প্রধান বাক্য অংশ আর Subordinate Clause এর অর্থ হল নির্ভরশীল বাক্য অংশ। এ ধরণের বাক্যের Subordinate Clause এর শুরুতে if, though, although, as, because, since, so that, that, untill, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে। Complex Sentence এ কমপক্ষে দুইটি Finite Verb থাকে।

3.     Compound Sentence (যৌগিক বাক্য) যদি কোন Sentence এ একাধিক Principal Clause and, but, or, yet, and so, therefore, as well as, either....or, neither....nor, both...and, not only.....but also, no less than, no fewer than, other wise, still, nevertheless, on the contrary, while, whereas, only, consequently, for ইত্যাদি Coordinating Conjunction দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে Compound Sentence বলে। যেমন

সে ধনী কিন্তু সে সৎ He is rich, but he is honest.
পড় অথবা তুমি ফেল করবে - Read or you will fail.
আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে পড়তে দেখেছিলাম - I went there and found him reading. (And দ্বারা যুক্ত Compound Sentence এর দ্বিতীয় Subject টি উহ্য থাকে।)
সে গরীব কিন্তু সে সৎ - He is poor but he is honest.

এখানে Sentence এর প্রথম অংশ (He is poor-সে গরীব) আলাদাভাবে একটি বাক্য গঠন করতে পারে, এবং দ্বিতীয় অংশটি (He is honest -সে সৎ) আলাদাভাবে একটি বাক্য গঠন করতে পারে। এজন্য এরা প্রত্যেকে এক একটি স্বাধীন বাক্য বা Principal Clause, এবং সম্পূর্ণ বাক্যটি একটি Compound Sentence.

NB: কমপক্ষে দুটি Principal Clause থাকে বলে Compound Sentence এ দুইটি Finite Verb থাকে। Compound Sentence এর আবার তিন ধরণের Sentence গঠন করতে দেখা যায়। যেমন

1.  Double Sentence: কোন Compound Sentence এর দুটি Principal Clause থাকলে তাকে Double Sentence বলে। যেমন-

He came to me and discussed the matter.

2.    Multiple Sentence: কোন Compound Sentence এর দুই এর অধিক Principal Clause থাকলে তাকে Multiple Sentence বলে। যেমন-  

The man did the work, took some rest and went home.

3.    Contracted Sentence: একই Word বা Group of Words কে দুইবার না লিখে অনেক সমায় Compound Sentence কে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। এরূপ সংক্ষিপ্ত Sentence কে Contracted Sentence বলা হয়। যেমন -

He went to market and he bought a book. না লিখে নিচের মতো করে লেখা যায় -
He went to market and bought a book. 

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE