Sentence বা বাক্য কাকে বলে?
কতকগুলি Word বা শব্দ পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করলে
তাকে Sentence বা বাক্য বলে। (A combination of words that makes a complete sense
is called a sentence)
কিন্তু Word গুলির দ্বারা যদি পরিষ্কার অর্থ (Clear Meaning) প্রকাশ না হয় তাহলে তাকে Sentence বলা যাবে না। যেমন –
The bird is flying in the sky. - এটি বাক্য।
কিন্তু, The cow is flying in the
sky. - এটি বাক্য নয়।
(কারণ, গরু আকাশে উড়তে পারে না।)
The boy is eating rice. - এটি
বাক্য।
কিন্তু, Eating rice is the boy - এটি বাক্য নয়।
আবার, A man is going. - এটি একটি বাক্য। একে বাড়িয়ে বলা যায় –
A man is going slowly - আবার
এটিকে আরও বাড়িয়ে বলা যায় –
A man is going slowly on the road.
তাই দেখা গেল, Sentence বা বাক্যকে প্রয়োজনমতো কমানো বা বাড়ানো যায়, তবে প্রতিটি ক্ষেত্রে
প্রসঙ্গ অনুযায়ী একটি clear meaning থাকতে হবে।
আবার, শব্দগুলি In proper order না হলে বা ঠিকমত সাজিয়ে না বসলে অর্থ পরিষ্কার হয় না বলে বাক্য হয় না। যেমন
–
Goes home he - এটি
বাক্য নয়।
He rice eat- এটি
বাক্য নয়।
In plays the field he - এটি বাক্য নয়।
তাহলে উপরের আলোচনা থেকে আমরা Sentence
- এর প্রধান তিনটি বৈশিষ্ট্য পাই। সেগুলো হল –
§ Completeness Of Sense (অর্থের
পূর্ণতা)
§ Correct Order (যথাযথ
শৃঙ্খলা)
§ Combination Of Words (শব্দসমষ্টি)
তাহলে, বাক্য হল এমনভাবে সাজানো শব্দসমষ্টি যা একটি পূর্ণ অর্থ প্রকাশ
করে। (A sentence is a combination of words arranged in
such an order that it expresses a complete sense or meaning)
Formation Of Sentence বা বাক্য গঠন:
বাক্য কখনো single worded বা একপদী, কখনো multi worded বা বহুপদী হয়। Spoken English
এ কখনো Verb থাকে, কখনো Verb থাকে না। (Sentence may be single-worded and multi-worded with
verbs and without verb. Single-worded sentences and multi-worded sentences
without verbs are often said in Spoken English)
Kinds Of Sentence বা বাক্য প্রকার:
একটি Sentence কে প্রথমত তিন ভাগে ভাগ
করা হয়। এবং তাদের প্রত্যেকের আবার আলাদা আলাদা প্রকার আছে, সেগুলো নিচে দেওয়া
হল -
Ø According To The
Worded (শব্দগত ভাবে)
1. Single Worded
Sentence (একপদী বাক্য)
2. Multi Worded Sentence (বহুপদী
বাক্য)
Ø According To The
Meaning (অর্থগত ভাবে)
1. Assertive
Sentence (বিবৃতিমূলক বাক্য)
2. Interrogative Sentence (প্রশ্নমূলক
বাক্য)
3. Imperative Sentence
(আদেশমূলক বাক্য)
4. Optative Sentence
(ইচ্ছামূলক
বাক্য)
5. Exclamatory Sentence
(আবেগমূলক বাক্য)
Ø According To The
Structure (গঠনগত ভাবে)
1. Simple
Sentences (সরল বাক্য)
2. Complex Sentence
(জটিল বাক্য)
3. Compound Sentence
(যৌগিক বাক্য)
NB: আমরা Sentence এর প্রত্যেক প্রকার উদাহরণ সহ সংজ্ঞা পরবর্তী
Details Of Sentence Part এ
বিস্তারিত আলোচনা করেছি।
|