Learn English Grammar Easy From Online

Pages

Sentences According To Meaning

Formation Of Sentence বা বাক্য গঠন:

বাক্য কখনো single worded বা একপদী, কখনো multi worded বা বহুপদী হয়। Spoken English এ কখনো Verb থাকে, কখনো Verb থাকে না। (Sentence may be single-worded and multi-worded with verbs and without verb. Single-worded sentences and multi-worded sentences without verbs are often said in Spoken English)

Kinds Of Sentence বা বাক্য প্রকার:

According To The Meaning বা অর্থগত ভাবে Sentence পাঁচ প্রকার। নিচে বিস্তারিত বর্ণনা করা হল।

1.     Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) যে বাক্যে সাধারনতঃ কোন ঘটনা, অবস্থা বা বিসয়বস্তুর বর্ণনা দেওয়া হয় তাকে Declarative বা Indicative বা Assertive Sentence বলে। এ জাতীয় বাক্যের পরে Full Stop (.) বসে। এবং Assertive Sentence গুলো প্রথমে Subject তারপরে Verb এবং তারপরে Object (কর্ম) বা Complement (কর্মস্থানীয় শব্দ) বসে। তবে Adverb, Preposition ইত্যাদি যোগ করে বাক্য কে আরও বাড়ানো যায়। যেমন -

পৃথিবী গোলাকার - The earth is round.
চাঁদে কোনো প্রাণী নাই - There is no life on the moon.

উপরের উদহরণ থেকে বোঝা যায় এই Assertive Sentence আবার দুই ধরণের হয়। যথা-

A.   Affirmative Sentence (হ্যাঁ-সুচক)  যে বিবৃতিমূলক বা Assertive Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে হা-সুচক (affirmative) উক্তি করা হয় তাকে Affirmative Sentence বলে। যেমন

তারা প্রস্তুত আছে - They are ready.
আমি তার বন্ধু ছিলাম - I was his friend.
ওহী একটি ভাল ছেলে - Ohi is a good boy.

B.   Negative Sentence (না-সুচক) যে বিবৃতিমূলক বা Assertive Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে না-সুচক (negative) উক্তি করা হয় তাকে Negative Sentence বলে যেমন-

তারা প্রস্তুত নয় - They are not ready.
আমি তার বন্ধু ছিলাম না - I was not his friend.
ওহী একটি মন্দ ছেলে নয় - Ohi is not a bad boy.

NB: Negative Sentence Not এই Word টি am, is, are, was, were, has, have, had, shall, will, should, would, can, could, may বা might এই Verb গুলির পরে বসে। আর অন্য Verb এর ক্ষেত্রে Helping Verb হিসাবে do, does বা did এনে তার পরে not বসাতে হয়। যেমন I do not go. He does not go. He did not work.

2.     Interrogative Sentence (প্রশ্নমূলক বাক্য) যে সমস্ত বাক্যে কোন প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় তাকে Interrogative Sentence বলে। এ ধরণের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসে। এবং main verb অথবা auxiliary verb subject এর পূর্বে বসে। যেমন

তোমার নাম কি? What is your name?
তুমি কি তোমার কাজ শেষ করেছো? Have you finished your task?
তুমি কি বইটি পড়েছ? Have you read the book?

এই Interrogative Sentence আবার দুই ধরণের হয়। যথা-

A.   Affirmative Sentence (হ্যাঁ-সুচক) যে প্রশ্নমূলক বাক্য বা Interrogative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে হা-সুচক (affirmative) উক্তি করা হয় তাকে Affirmative Sentence বলে। যেমন সে কি ফুটবল খেলে? Does he play football?

B.   Negative Sentence (না-সুচক) যে প্রশ্নমূলক বাক্য বা Interrogative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে না-সুচক (negative) উক্তি করা হয় তাকে Negative Sentence বলে। যেমন সে কি ফুটবল খেলে না? Does he not play football?

NB: Interrogative Sentence এ ‘Be’ (am, is, are, was, were), ‘Have’ (have, has, had), shall/should, will/would, can/could, may বা might Verb থাকলে সেটি Subject এর আগে আসে। এই Verb গুলি না থাকলে একটি ‘Do’ Verb (do, does বা did) আনতে হয়। একে বলা হয় ‘Do’ Support আর কোন Wh word থাকলে সেটি সবার আগে বসে। সবশেষে বসে প্রশ্নবোধক চিহ্ন (?) (Note of Interrogation) বসে। যেমন

এটি কি একটি মটরগাড়ি? Is it a motor car?
তুমি কি পাইলট হতে চাও? Do you like to be a pilot?
তুমি কে? Who are you?
তুমি কি চাও? What do you want?

3.     Imperative Sentence (আদেশমূলক বাক্য) যে সমস্ত বাক্যে কোন আদেশ বা অনুরোধ (command/request) প্রকাশ করে তাকে Imperative Sentence বলে। এ ধরণের বাক্যে Subject ‘You’ উহ্য থাকে আর সেজন্য বাক্যের শুরুতে আদেশ বোঝাতে Verb বসে, নিষেধ বোঝাতে Do not বসে, যদি অনুরোধ বোঝায় তবে বাক্যের শুরুতে Please বসে অনুমতি চাইতে বা first / third person এর ক্ষেত্রে বাক্যের শুরুতে Let বসে। এবং বাক্যের শেষে full stop mark (.) বসে। যেমন   

গান বন্ধ করো - Turn off the music.
দয়া করে দরোজাটি বন্ধ করো - Please shut down the door.
আগুন নিয়ে খেলা করো না -  Do not play with fire.
আমাকে যেতে দাও - Let me go.
তাকে কাজটি করতে দাও - Let him do the work.

এই Imperative Sentence আবার দুই ধরণের হয়। যথা -

A.  Affirmative Sentence (হ্যাঁ-সুচক) যে আদেশমূলক বাক্য বা Imperative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে হা-সুচক (affirmative) উক্তি করা হয় তাকে Affirmative Sentence বলে। যেমন জানালাটি খোল - Open the window.

B.   Negative Sentence (না-সুচক) যে আদেশমূলক বাক্য বা Imperative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে না-সুচক (negative) উক্তি করা হয় তাকে Negative Sentence বলে। যেমন জানালাটি বন্ধ করো না - Do not open the window.

NB: Imperative Sentence এ কর্তা তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা যাই হোক না কেন, ইংরেজিতে এই সব ক্ষেত্রে ‘You’ হওয়ায় বাহুল্য বিবেচনায় ‘You’ উহ্য থাকে। আর ‘You’ উল্লেখ করলে তা Imperative Sentence না হয়ে Assertive Sentence এর মতো হয়ে যায়। যেমন তোমার উচিত খারাপ অভ্যাস ত্যাগ করা You must give up the bad habit.

4.     Optative Sentence (ইচ্ছামূলক বাক্য) যে সমস্ত বাক্যে মনের ইচ্ছা, কামনা, বা প্রার্থনা (wish, prayer, desire) প্রকাশ করে তাকে Imperative Sentence বলে। এ ধরণের বাক্যে শুরুতে May বসে। এবং শেষে full stop (.) হয়। অর্থাৎ May + Assertive Sentence = Optative Sentence. যেমন  

আমাদের দল জয়ী হউক May our team win.
তুমি সুখী হও May you be happy.
সে দীর্ঘজীবী হউক May he live long.

এই Optative Sentence আবার দুই ধরণের হয়। যথা -

A.   Affirmative Sentence (হ্যাঁ-সুচক) যে ইচ্ছামূলক বাক্য বা Optative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে হা-সুচক (affirmative) উক্তি করা হয় তাকে Affirmative Sentence বলে। যেমন সে সুখী হউক May he be happy.

B.   Negative Sentence (না-সুচক) যে ইচ্ছামূলক বাক্য বা Optative Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে না-সুচক (negative) উক্তি করা হয় তাকে Negative Sentence বলে। যেমন সে যেন অসুখী না হয় May he not be unhappy.

NB: Optative Sentence এ প্রথমে সাধারণত May Verb টি বসে। তারপর যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun বসে। তারপর যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive: s/es/ing/ed - ছাড়া) বসবে। তারপর প্রয়োজনীয় word যুক্ত করে sentence কে অর্থপূর্ণ করতে হবে। যেমন তুমি দীর্ঘজীবী হও May you live long.

5.     Exclamatory Sentence (আবেগমূলক বাক্য) যে সমস্ত বাক্যে বিস্ময়, উত্তেজনা বা অন্য কোন গভীর অনুভূতি প্রকাশ করে তাকে Exclamatory Sentence বলে। এ ধরণের বাক্যে What বা How দিয়ে শুরু হলে Sentence এর শেষে Exclamation Mark (!) বসে। আর যদি Hurrah, Alas প্রভৃতি আবেগসূচক অব্যয় দিয়ে Sentence শুরু হয় তাহলে ওই Hurrah, Alas প্রভৃতির পরেই Exclamation Mark (!) বসে। এবং বাক্যের শেষে full stop mark (.) বসে। যেমন  

কি মজা! What a fun!
তুমি কি সুন্দর! How beautiful you are!
কি মজা! আজ আমাদের ছুটি Hurrah! Today is our holiday.
ধিক! তুমি মিথ্যাবাদী Fie! You are a liar.

NB: Exclamatory Sentence What বা How দিয়ে শুরু হলে কোথাও Verb এর প্রয়োজন হয় না, আবার কোথাও বা Verb টি সব শেষে বসে। আর Hurrah! Alas! প্রভৃতি Interjection দিয়ে Exclamatory Sentence শুরু হলে Subject এর পরে Verb বসে।  

এই Exclamatory Sentence আবার দুই ধরণের হয়। যথা -

A. Affirmative Sentence (হ্যাঁ-সুচক) যে আবেগমূলক বাক্য বা Exclamatory Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে হা-সুচক (affirmative) উক্তি করা হয় তাকে Affirmative Sentence বলে। যেমন কি আনন্দ! আমরা খেলায় জিতেছি Hurrah! We have won the game.

B.   Negative Sentence (না-সুচক) যে আবেগমূলক বাক্য বা Exclamatory Sentence দ্বারা কোন কিছুর সম্বন্ধে না-সুচক (negative) উক্তি করা হয় তাকে Negative Sentence বলে। যেমন কি আনন্দ! আমরা খেলায় হারিনি Hurrah! We have not lost the game.

NB: Exclamatory Sentence What বা How দিয়ে শুরু হলে Verb টি Subject এর পরে বসে। কিন্তু Interrogative Sentence What বা How বসলে Verb টি Subject এর আগে বসে। যেমন

         কি সুন্দর পাখী! What a nice bird it is!
         তোমার নাম কি? - What is your name?

Formation Of Exclamatory Sentence বা আবেগমূলক বাক্য গঠন:  

Exclamatory Sentence আমাদের দৈনন্দিন জীবনে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। সুতরং এ জাতীয় বাক্যের গঠন অবশ্যই জানতে হবে। বিভিন্ন ভাবে Exclamatory Sentence গঠন করা যায়, নিচে বিস্তারিত দেওয়া হল

Ø How + Adjective + Noun/Pronoun + Be +!
Example: How nice the house is!

Ø How + Adjective + A/An + Noun/Pronoun + Noun/Pronoun + Be +!
Example: How honest a man he is!

Ø What + A/An + Noun/Pronoun + Be +!
Example: What a fool you are!

Ø What + A/An + Adjective + Noun/Pronoun + Noun/Pronoun + Be +!
Example: What a fine picture it is!

Ø How + Adjective +!
Example: How fat!

Ø What + A/An + Adjective +!
Example: What a chance!

Ø What + A/An + Adjective + Noun/Pronoun +!
Example: What a fine picture!

Ø Were + Noun/Pronoun + A/An + Noun/Pronoun +!
Example: Were I a king!

Ø Were + Noun/Pronoun + A/An + Adjective + Noun/Pronoun +!
Example: Were I a rich man!

Ø Were + Noun/Pronoun + Adjective +!
Example: Were I rich!

Ø Had + Noun/Pronoun +!
Example: Had I a house!

Ø Had + Noun/Pronoun + A/An + Adjective + Noun/Pronoun +!
Example: Had I a strong physique!

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE