Formation Of Sentence বা বাক্য গঠন:
বাক্য কখনো single worded বা একপদী, কখনো multi worded বা বহুপদী হয়। Spoken English
এ কখনো Verb থাকে, কখনো Verb থাকে না। (Sentence may be single-worded and multi-worded with
verbs and without verb. Single-worded sentences and multi-worded sentences
without verbs are often said in Spoken English)
Kinds Of Sentence বা বাক্য প্রকার:
According To
The Worded বা শব্দগত ভাবে Sentence দুই প্রকার। নিচে বিস্তারিত বর্ণনা করা হল।
1. Single Worded
Sentence (একপদী বাক্য) – যখন একটিমাত্র Word বা শব্দ দ্বারা বক্তা তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে Single Worded Sentence বলে।
যেমন – Yes, No, Come, Go, Stop, Halt, Thanks etc.
কেউ যদি বলে, Can I do it? আমি কি এটা করতে পারি? আর,
অন্যজন তার উত্তরে যদি, You can do it. তুমি এটা করতে পারো, না বলে শুধু ‘Yes’ বলে, তবু আমরা ওই ‘Yes’ দ্বারা পরিপূর্ণ অর্থ বা (You can do it-কে) বুঝতে পারি। তাই এই ‘Yes’ কে Single Worded Sentence (একপদী বাক্য) হিসাবে গণ্য করা হয়।
2. Multi Worded Sentence (বহুপদী
বাক্য) – যখন অনেক গুলো Word বা শব্দ দ্বারা বক্তা তার মনের ভাব প্রকাশ করে তখন
তাকে Multi Worded Sentence বলে।
যেমন – I am a student. They play football. He can do the work.
Multi Worded Sentence
কে আবার দুই ভাগে ভাগ করা হয়। যথা –
A. With Verbs (যে সমস্ত Sentences Verb সহ
গঠিত হয়)
B. Without Verbs (যে সমস্ত Sentences Verb ব্যতীত
গঠিত হয়)
যেমন নিচের উদহরন গুলো দেখানো হল –
Question: Who is speaking? (Example of sentence with
verbs)
Answer: Mr. Roy (Example of sentence without verbs)
Question: Have you taken any sweets? (Example of
sentence with verbs)
Answer: Not at all (Example of sentence without verbs)
|