Learn English Grammar Easy From Online

Pages

Practice Day 21 To 25


Practice Of The Day 21

About Oneself

Ø সে কখনো পরের নিন্দা করে না - He never speaks ill of other
Ø সে আমার একজন বন্ধু - He's a friend of mine
Ø তোমার বয়স কত? - How old are you?
Ø আমি একজন ভালো রাঁধুনে - I am a good cook
Ø আমি মিশিগানএর বাসিন্দা। - I am from Michigan.
Ø আমি দাবা খেলায় পারদর্শী - I am good at playing chess
Ø আমি নিউ ইয়র্ক থেকে এসেছি - I come from New York
Ø আমি বই পড়তে পছন্দ করি - I like reading books
Ø আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি।
=I like to paint in my spare time.
Ø আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই
 =I like to shop when I’m free
Ø আমি শিকাগোতে থাকি। - I live in Chicago
Ø আমি লন্ডনে থাকি। - I live in London.
Ø আমার বয়স ২৩ বছর। - I’m 23 years old.
Ø আমি একজন ছাত্র। - I’m a student.
Ø আমি আগামীকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি 
=going to buy a laptop tomorrow
Ø আমার নাম পেট্রিসিয়া। - My name is Patricia.
Ø আপনি কি কাজ (পেশা) করেন তাহলে? - So, what do you do for a living?
Ø তুমি কি ভাবছো? - What are you thinking about?
Ø তুমি বিনোদনের জন্য কি কর? - What do you do for fun?
Ø তুমি কি করো (পেশা)? - What do you do?
Ø নিজেকে কি ভাবো তুমি? - What do you think you are?
Ø তোমার নাম কি? - What's your name?
Ø তুমি থাকো কোথায়? - Where do you live?
Ø আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি
=I like reading books and love to swim

Practice Of The Day 22

About Advices

Ø নাচতে না জানলে উঠান বাকাঁ - A bad workman quarrels with his tools
Ø বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু - A friend in need is a friend indeed
Ø আইনের চোখে সবাই সমান - All are equal in the eye of law
Ø তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি - Be quick, we are already late
Ø নিজের ওপর বিশ্বাস রাখ - Believe in yourself
Ø যাই হোক না কেন - Come what may
Ø আয় বুঝে ব্যয় কর - Cut your coat according to your cloth
Ø বিপদজনক বাঁক - Dangerous curve
Ø পরিশ্রমই সৌভাগ্যের মূল - Diligence is the mother of good luck
Ø এক সাথে দু বিষয়ে মন দিও না - Do not attend to two things at a time
Ø পরের দোষ ধরেনা - Do not find fault with others
Ø কাউকে মন্দ বাক্য বল না - Do not use ill word to anyone
Ø ভয় পেয়ো না - Don’t be afraid
Ø এতো অধৈর্য হয়ো না - Don’t be so impatient
Ø শুনা কথায় বিশ্বাস করিও না - Don’t believe in hearsay
Ø এটা থেকে বিরত থেকো না। - Don’t give it a miss.
Ø হতাশ হবেন না। - Don’t give up
Ø সংকোচ করবে না - Don’t hesitate
Ø মাথা গরম করো না - Don’t lose your temper
Ø এমন কাউকে এটা বলবেন না যে তা বুঝে না। - Don’t say your medical complaints
Ø চিন্তা করো না - Don’t worry
Ø আমার কথা (পরামর্শ) মতো চল - Follow my advice.
Ø ভুলে যাও এটাForget it
Ø ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে
=Get over your shame in order to learn English
Ø টমের কথা (পরামর্শ) শুনো - Get Tom's advice
Ø আঙ্গুর ফল টক - Grapes are sour
Ø সে তার পরামর্শ অগ্রাহ্য করেছিল - He ignored her advice
Ø আরেকটু ব্যায়াম করলে কেমন হয়? - How about doing some more exercise?
Ø তুমি না হয় এখানে থাকো; আর আমি যাই এবং সাহায্যের সন্ধান করি।
=How about you stay here and I go and look for help?
Ø আমি তোমাকে পরামর্শ দিব নিয়মিত দাঁত ব্রাশ করার জন্য।
Ø I advise you to brush your teeth on a regular basis
Ø আমি বলবো তুমি সস্তাটাই কিনো - I advise you to buy the cheaper one
Ø আমি আসলে পরামর্শ দেয়ার মতো কিছু পাচ্ছি না
=I don't know what to advise, I'm afraid
Ø আমার আর পরামর্শের দরকার নেই - I don't need more advice
Ø আমার একটু পরামর্শ দরকার - I need a little advice
Ø আমার পরামর্শ দরকার - I need advice
Ø আমি তাড়াতাড়ি শুতে যাওয়ার জন্য পরামর্শ দিব - I recommend going to bed earlier
Ø আমি পরামর্শ দিব একদিন ছুটি নেওয়ার জন্যে - I suggest taking a holiday
Ø আমি তোমার কথা (পরামর্শ) মতো কাজে নিজেকে নিযুক্ত করেছি
=I took your advice, and I got myself engaged
Ø আমি যদি সাহায্য করতে পারতাম! - I wish I could help
Ø আমি কিছু পরামর্শ দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি পারছি না
=I wish I could suggest something, but I can't
Ø আমি বলবো আরো বেশি ব্যায়াম করতে - I would suggest doing more exercise
Ø আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো - I'd really appreciate it
Ø আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না - I'm afraid I can't really help you
Ø আমি টমের কাছ থেকে পরামর্শ নিচ্ছি - I'm getting advice from Tom
Ø আমার খুব দাঁত ব্যথা করছে। তুমি কি করতে বলো আমাকে এই মুহূর্তে?
=I've got a bad toothache. What do you suggest?
Ø একবার না পারিলে দেখ শতবার - If at first try you don’t succeed, try, try again
Ø আমি তোমার জায়গায় হলে ডেন্টিস্ট এর কাছে যেতাম
=If I were you, I would go to the dentist
Ø যদি আপনার ধৈর্য্য থাকে তবে সফল হবেন
=If you have patience, you will be succeed
Ø তুমি যদি আমার কথা (পরামর্শ) শুনো, তাহলে তুমি ডেন্টিস্ট এর কাছে যাবে
=If you take my advice, you'll go to the dentist.
Ø তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি কি করতে?
=If you were me what would you do?
Ø এটা হতেই পারে না - It can’t be so
Ø এটা করতে হবে - It has to be done
Ø এখন কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার সময় - It is time to decide what to do
Ø নিয়মিত দাঁত ব্রাশ করলে তোমার হয়তো ভালোই হবে।
=It might be a good idea to brush your teeth on a regular basis
Ø এখন জ্ঞান অর্জন করার সময় - It's time to accept knowledge now
Ø একটা নতুন প্রোজেক্ট শুরু করা সবসময় ঝুকিপুর্ণ
=It’s always a risk starting up a new project
Ø আমি বলব যে। - I’d say
Ø লেগে থাক, তুমি জিতবে - Keep stay, you will win
Ø তাদের প্রাপ্য মিটাইয়া দাও - Let them have their dues.
Ø জীবনটা ভুলে ভরা - Life is full of mistakes
Ø বিপদ কখনও একা আসে না - Misfortune never comes alone
Ø ঠিকানাটি লিখে রাখো - Note the address
Ø চোখের আড়াল হলে মনের আড়াল হয় - Out of sight, out of mind
Ø পিতামাতাকে সম্মান করতে হবে - Parents have to be respected
Ø নিশ্চিন্তে থাকুন - Rest assured
Ø আপনার ইংরেজী সুন্দর করুন। - Shape your English.
Ø মন্দ সঙ্গ ত্যাগ কর - Shun evil company
Ø লাইনে দাঁড়ান - Stand in a queue
Ø শক্ত হও - Stay strong
Ø এত বেশি কোক খাওয়া বন্ধ কর - Stop drinking so much coke
Ø পরনিন্দা বন্ধ কর। - Stop speaking ill of others.
Ø আমার কথা (পরামর্শ) শুনো - Take my advice
Ø শেষ মুহূর্তটুকু কাজে লাগান। - Take the advantage of the very last long minute.
Ø খুব ভালো হয় - That would be very nice
Ø তাকে শুধু পরামর্শ দেওয়া হয়েছিল তার সাথে কথা বলার জন্য
=The only advice she was given was to talk to him
Ø ভয়ের কোন কারন নেই - There is nothing to fear
Ø ভেঙ্গে পড়লে চলবে না। - There’s nothing to give up.
Ø নিজের পায়ে কুড়াল মারা - To dig one’s own grave
Ø টম মেরি কাছে পরামর্শ চেয়েছিল - Tom asked Mary for advice
Ø কাটাঁ দিয়ে কাটাঁ তোলা - Using a thorn to remove a thorn
Ø তুমি আমাকে কি পরামর্শ দিতে পারবে? - What advice can you give me?
Ø তুমি আমাকে কি করার জন্য বলছো? - What do you advise me to do?
Ø আমার কি করা উচিত? - What ought I to do?
Ø আমার কি করা উচিত? - What should I do?
Ø তোমার পরামর্শ কি? - What's your advice?
Ø আমরা কেন তাঁর কাছ থেকে পরামর্শ নিচ্ছি না?
=Why don't we ask his advice?
Ø তুমি ডেন্টিস্ট এর কাছে যাচ্ছ না কেন? - Why don't you go to the dentist?
Ø তুমি কেন আরো ব্যায়াম করছো না? - Why don’t you do some more exercise?
Ø আপনার ভাষা সুন্দর করুন। - Work on beautifying your language.
Ø মোটা হতে শুরু করার আগেই আরো বেশি ব্যায়াম করা তোমার জন্য ভালো হয়
=You had better do more exercise before you start getting fat
Ø তুমি বরং তাকে এখানে পাঠিয়ে দাও - You had better send him here
Ø তোমাকে স্মার্ট হতে হবে - You have to be smart
Ø তোমাকে ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে হবে
=You have to build career in web design
Ø তোমাকে শিখতে হবে - You have to learn
Ø তোমার এখানে থাকা চলবে না - You must not stay here
Ø তোমার কিছুক্ষন বিশ্রাম নেয়া দরকার - You need to take rest for a while
Ø তোমার মিষ্টি খাওয়া বন্ধ করা উচিত - You ought to/should avoid eating sweets
Ø তোমার আরো বেশি ব্যায়াম/অনুশীলন করা উচিত - You should do more exercise
Ø তোমার ডাক্তার এর কাছে যাওয়া উচিত। তিনিই বলে দিবেন তোমার কি করতে হবে
=You should go to the doctor; he’ll tell you what to do.
Ø তোমার দেশের জন্য কিছু করা উচিৎ ছিল
=You should have done something for the country
Ø তোমার আহত লোকটিকে সাহাজ্য করা উচিত ছিল
=You should have helped the injured people
Ø কাজে ফাঁকি দিও না - You should not shrink your duty
Ø দেরি করে ঘুমানো উচিৎ না - You should not sleep late
Ø কাজে লেগে থাক - You should stick to this job
Ø তোমার ধুমপান বন্ধ করা উচিৎ - You should stop smoking
Ø তোমার এত বেশি মদ্যপান করা উচিত না - You shouldn’t drink so much beer
Ø তুমি কি কোনো ডেন্টিস্টএর কাছে যাওয়ার কথা ভেবেছো?
=Have you thought about seeing a dentist?
Ø ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে
=He got the job because of being skilled in English
Ø তোমার নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত - You'd better brush your teeth regularly
Ø আপনাকে আরো ভাল করতে হবে। - You’ve to keep bettering.
Ø Mind your studies - লেখাপড়ায় মন দাও

Practice Of The Day 23

About Asking Directions

Ø আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?
=How do I get to the airport from here?
Ø আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়?
=I'm looking for a supermarket. Do you know where the closest one is?
Ø বিশ মিনিটের মতো - About twenty minutes
Ø -১১ অতিক্রম করার পর পরবর্তী লাইট পোস্টের কাছ থেকে ডান দিকে মোড় নিবেন
=After you pass 7-11, take a right at the next light
Ø ডান দিকে মোড় নেয়ার পর আর পাঁচটা ব্লক যাবেন এবং তারপর বাম দিকে মোড় নিবেন
=After you turn right, go for five blocks and turn left
Ø আপনি কি আমাকে মুভি থিয়েটারে তাড়াতাড়ি যাওয়ার জন্য সব চেয়ে সহজ পথটা বলবেন?
=Can you give me quick directions to the movie theatre?
Ø আপনি কি আমাকে কাছের গ্যাস স্টেশনের দিকটা দেখাতে পারবেন?
=Can you point me to the nearest gas station?
Ø আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন কিভাবে ট্রেন স্টেশনে যাওয়া যাবে?
=Can you tell me how to get to the train station, please?
Ø দয়া করে আমাকে বলবেন সবচেয়ে কাছের ব্যাংকটা কোথায়?
=Could you tell me where the nearest bank is, please?
Ø বিপদজনক বাঁক - Dangerous curve
Ø আপনি কি জানেন এখান থেকে কিভাবে শপিং মলে যাওয়া যাবে?
=Do you know how to get to the Shopping mall from here?
Ø আপনি কি জানেন স্টারবাক্স কোথায় অবস্থিত?
=Do you know where Starbucks is located?
Ø আপনি কি জানেন পোস্ট অফিসটা কোথায়?
=Do you know where the post office is?
Ø এই বাস কি কেন্দ্রে (center) যায়? - Does this bus go to the center?
Ø অনুগ্রহ করে বলবেন এখানে কোথাও মুদির দোকান আছে কিনা?
=Excuse me! Is there a grocery store around here?
Ø চারটা ব্লক অতিক্রম করবেন এবং তারপর ডান দিকে ঘুরবেন
=Go for four blocks and then turn right
Ø তুমি ব্যাংকে কিভাবে যাও? - How do you get to the bank?
Ø ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? - How long will it take to get there?
Ø আমি পোস্ট অফিসটা খুঁজছি। তুমি কি জানো সেখানে কিভাবে যাওয়া যাবে?
=I'm looking for the post office. Do you know how to get there?
Ø যদি আপনি চান। - If you do care.
Ø এটা (ব্যাংক) কি এখান থেকে দূরে? - Is it far from here?
Ø এখানে কাছে কোথাও রেস্টুরেন্ট আছে? - Is there a restaurant near here?
Ø এটা লাইব্রেরীর রাস্তার উল্টো পাশেই অবস্থিত - It's across the street from the library
Ø এটি সরাসরি ট্যাকো বেলএর অপর পাশে অবস্থিত
=It's directly across from Taco Bell
Ø বাম পাশ ধরে ঠিক কোণাতেই এর অবস্থান
=It's just right around the corner on the left side
Ø এটা (ট্রেন স্টেশনে) এখান থেকে বেশ ভালোই দূরে। It's pretty far from here.
Ø স্টারবাক্সের পরে ঠিক কোণাতেই এর অবস্থান
=It's right around the corner from the Starbucks over there
Ø বাম দিকে চলুন - Keep to the left
Ø না, দশ মিনিটেই হেঁটে যাওয়া যাবে / হেঁটে গেলে দশ মিনিট লাগবে।
=No, it's just a ten-minute walk.
Ø দুঃখিত, আমি এখানে (এলাকা) থাকি না - Sorry. I don't live around here
Ø দুঃখিত, আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে (যেহেতু জানে না, তাই)
=Sorry. You'll have to ask someone else
Ø অবশ্যই। কি করতে হবে, বলুন? - Sure, what is it?
Ø পরবর্তী লাইট পোস্টের ওখানে বাম দিকে মোড় নিবেন। - Take a left at the next light
Ø থামুননির্দেশের কাছে আসার পর বাম দিকে মোড় নিবেন
=Take a left when you come to a ‘stop’ sign
Ø গ্যাস স্টেশন থেকে ডান দিকে মোড় নিবেন - Take a right at the gas station
Ø ওই কোণায় একটা রেস্টুরেন্ট আছে - There is a restaurant around the corner
Ø বাম দিকে যাবেন ম্যাকডোনাল্ড অতিক্রম করার পর
=Turn left after you pass McDonalds
Ø পরবর্তী রাস্তাতেই বাম দিকে যাবেন এবং সাথে সাথেই আরো একবার বাম দিকে মোড় নিবেন
=Turn left at the next street and immediately take another left
Ø ১১২তে (address) যেয়ে ডান দিকে যাবেন - Turn right on 112th
Ø সিয়্যাটলে যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কোনটি?
=What is the best way to get to Seattle?
Ø রবসন স্ট্রীটে পৌঁছানোর পর বাম দিকে মোড় নিবেন
=When you get to Robson Street, take a left
Ø দয়া করে বলবেন কাছের ওষুধের দোকানটা কোথায়?
=Where is the nearest drugstore, please?
Ø আপনি কি দয়া করে আমাকে মসজিদের পথটি বলবেন?
=Would you please tell me the way to mosque?
Ø হাঁ, রাস্তার ঠিক অপর পাশেই একটা দোকান আছে
=Yeah. There's one right across the street
Ø আপনি এটা আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন
=You will see it on your right hand side

Practice Of The Day 24

About Family & Relationship

Ø চিন্তা করো না - Don’t worry
Ø এক কাপ চা খান, প্লিজ - Have a cup of tea, Please
Ø আর একটু নিন - Have a little more
Ø তোমার দিনটি সুন্দর হোক - Have a nice day
Ø তোমাকে আমার ভালো লাগে - I am fond of you
Ø আমি তোমায় দেখে মুগ্ধ হলাম - I am impressed to see you
Ø আমার খেতে ইচ্ছা করছে না - I don’t feel like eating
Ø আমার বলার কিছু নেই - I have no words
Ø তোমাদের বিবাহবার্ষিকীতে আমার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে
=I have something special planned for yours marriage day
Ø তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে
=I have something special to propose you
Ø তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে
=I have something special to show you
Ø তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে - I have something to explain you
Ø তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে - I have something to send you
Ø তোমাকে আমার কিছু শেয়ার করার আছে - I have something to share with you
Ø আমি এই বিষয়ে কিছুই জানিনা - I know nothing in this connection
Ø আমি তোমার পথপানে তাকিয়ে আছি - I'm looking forward to seeing you
Ø এখন ঘুমানোর সময় - It's time to sleep now
Ø এর চেয় ভালো কিছু আর নেই - I’d like nothing better
Ø আপনি যদি আবার আসেন, খুশি হব - I’ll be glad if you come again
Ø তাকে যাইতে দাও - Let him go
Ø আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন - Let me take my own decisions
Ø চল এক কাপ চা খাই - Let’s have a cup of tea
Ø চলো রাতের খাবার খাই - Let’s have dinner
Ø চলো বিশ্রাম নেয়া যাক - Let’s take a rest
Ø আমি কি আপনার নাম জানতে পারি? - May I have your name?
Ø আমার পিতামাতা প্রতিবেশিদের সাথে ভালো সম্পর্ক রাখাটা উপভোগ করে
=My parents enjoy keeping good relationship with the neighbors
Ø আমাদের মধ্যে মন কষাকষি চলছে - Our relations are strained
Ø পিতামাতাকে সম্মান করতে হবে - Parents have to be respected
Ø মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
=The girl is beautiful as well as intelligent
Ø ভয়ের কোন কারন নেই - There is nothing to fear
Ø একটু অপেক্ষা কর - Wait a bit
Ø তিনি কি ধরনের মানুষ? - What kind of man is she?
Ø তুমি আর কি পছন্দ কর? - Whatever else do you like?
Ø দেরি করে ঘুমানো উচিৎ না - You should not sleep late

Practice Of The Day 25

About Getting Help

Ø আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?
=How do I get to the airport from here?
Ø আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়?
=I'm looking for a supermarket. Do you know where the closest one is?
Ø -১১ অতিক্রম করার পর পরবর্তী লাইট পোস্টের কাছ থেকে ডান দিকে মোড় নিবেন
=After you pass 7-11, take a right at the next light
Ø আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? - Can I get a credit card number?
Ø আমি কি একটি রুম সংরক্ষণ করতে পারি? - Can I reserve a room?
Ø আপনি কি কাউকে দিয়ে আমার গাড়িটা আনাতে পারবেন (গ্যারেজ থেকে)?
=Can you get someone to get my car?
Ø আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন কিভাবে ট্রেন স্টেশনে যাওয়া যাবে?
=Can you tell me how to get to the train station, please?
Ø দয়া করে আমাকে বলবেন কয়টা বাজে এখন?
=Can you tell me what time it is, please?
Ø তোমাকে একটা প্রশ্ন করতে পারি? - Could I ask you a question?
Ø আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি?
=Could I ask you to help my brother?
Ø আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি আমাকে কর্মস্থলে নামিয়ে আসতে বলে?
=Could I bother you to give me a ride to work?
Ø অনুগ্রহ করে একটা প্লাস্টিক ব্যাগ পাওয়া যাবে?
=Could I have a (plastic) bag, please?
Ø অনুগ্রহ করে আমি কি একটা রিসিপ্ট (মূল্য পরিশোধের তালিকা) পেতে পারি?
=Could I have a receipt, please?
Ø আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে?
=Could I trouble you to open the door for me?
Ø আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন?
=Could you help me find my keys?
Ø আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? - Could you help me?
Ø তুমি কি দয়া করে আমাকে আমার বাড়ির কাজটা করতে সাহায্য করবে?
=Could you please help me with the homework?
Ø আমাকে একটু সাহায্য করতে পারবেন? - Could you please lend me a hand?
Ø দয়া করে তুমি কি বার্তাটি পৌছাতে পারবে? - Could you please send the message?
Ø আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন?
=Could you please take me to work?
Ø আপনি কি ওটার বানান করতে পারবেন দয়া করে? - Could you spell that, please?
Ø আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন?
=Could you tell me the time please?
Ø আপনি কি জানেন স্টারবাক্স কোথায় অবস্থিত?
=Do you know where Starbucks is located?
Ø আপনার কি আমার সাথে খেলতে অসুবিধা আছে ? - Do you mind playing with me?
Ø মাফ করবেন, আপনি কি এই ঠিকানাটা চিনেন?
=Excuse me, do you know this address?
Ø আমাকে একটু সাহায্য কর - Give me a hand
Ø শুভ বিকাল, স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
=Good afternoon, sir. How can I help you?
Ø হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা - Hmm, let me see
Ø তুমি না হয় এখানে থাকো; আর আমি যাই এবং সাহায্যের সন্ধান করি।
=How about you stay here and I go and look for help?
Ø ওটার বানানটা কিভাবে করেন বলবেন দয়া করে? - How do you spell that, please?
Ø বাড়িতে আপনার কত খরচ পড়েছিল? - How much does this house cost you?
Ø আমি ২২শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত একটা রুম চাচ্ছিলাম
=I want a room from June 22nd to June 25th
Ø আমি কিছু পরামর্শ দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি পারছি না
=I wish I could suggest something, but I can't
Ø আমি আনন্দের সাথে সাহায্য করবো - I'd be glad to help out
Ø তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হবো - I'd be happy to help you
Ø আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো - I'd really appreciate it
Ø আমি খুবি খুশি হবো যদি উপকারটা করতেন - I'd really be glad if you did
Ø আমি অবশ্যই পছন্দ করবো (উপকার করতে) - I'd really like that
Ø আমার মনে হয় আমি পারবো না (সাহায্য করতে) - I'm afraid I can't
Ø আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না - I'm afraid I can't really help you
Ø আমি ব্যাংক অব আমেরিকা খুঁজছি। - I'm looking for Bank of America.
Ø আমি ভেবেছিলাম ওটা এখানেই কোথাও হবে।- I thought it was around here.  
Ø আপনি কি জানেন এটা কোথায়? - Do you know where it is?
Ø আমি পোস্ট অফিসটা খুঁজছি। তুমি কি জানো সেখানে কিভাবে যাওয়া যাবে?
=I'm looking for the post office. Do you know how to get there?
Ø যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
=If it's possible may I ask a favor?
Ø যদি আপনি খুব ব্যস্ত না থাকেন তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
=If you're not too busy may I ask a favor?
Ø এখানে কাছে কোথাও রেস্টুরেন্ট আছে? - Is there a restaurant near here?
Ø আমি আনন্দিত হবো (সাহায্য করতে পারলে) - It would be my pleasure
Ø এটা সত্যিই আমাকে অনেক সাহায্য করবে - It would really help me out
Ø আমি সমস্যায় আছি - I’m having trouble
Ø আমি যা চাই তাই দেবে? - Let me have whatever I want?
Ø আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি? - May I ask a favor?
Ø আমি কি দয়া করে নাটালি জোন্সের সাথে কথা বলতে পারি?
=May I speak with Natalie Jones, please?
Ø আমি কি তোমার টেলিফোন ব্যবহার করতে পারি? - May I use your telephone?
Ø পথ দাও তো ভাই - Please make away
Ø চিঠিটি পড়ে শোনাও - Read out the letter to me
Ø আমাকে আর কিছু ভাত দাও - Serve me more rice
Ø দুঃখিত, কিন্তু আমি অক্ষম - Sorry, but I'm unable
Ø অবশ্যই, আমি কিছু মনে করবো না - Sure, I wouldn't mind
Ø অবশ্যই, কোন সমস্যা নেই - Sure, no problem
Ø অবশ্যই, এটা ঠিক আছে - Sure, that's fine
Ø অবশ্যই, এটা ঠিক আছে - Sure, that's ok
Ø অবশ্যই। কি করতে হবে, বলুন? - Sure, what is it?
Ø আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আরে এটা কোনো ব্যাপার না!
=Thank you for your help. Not at all
Ø সাহায্যের জন্য ধন্যবাদ - Thanks for your help
Ø আমরা ন্যায়বিচার চাই - We want justice
Ø আপনি কি জন্য আমার সাহায্য চান? - What do you need my help for?
Ø আপনার নামের শেষ অংশ কি দয়া করে বলবেন? - What is your last name, please?
Ø শাকিব কি ধরনের ব্যক্তি? - What kind of person is Shakib?
Ø আমি ফিল্ম (আলোকচিত্র গ্রহণের ফিল্ম) কোথায় পেতে পারি? - Where can I find film?
Ø দয়া করে বলবেন কাছের ওষুধের দোকানটা কোথায়?
=Where is the nearest drugstore, please?
Ø আপনি এটা কি জন্য চান? - Why do you need it?
Ø আপনি কি আমাকে একটা পেন্সিল দিতে পারবেন? - Will you hand me a pencil?
Ø তুমি কি আমার একটা উপকার করবে? - Would you do me a Cavour?
Ø কিছু মনে না করলে জানালাটা একটু বন্ধ করবেন?
=Would you mind closing the window?
Ø কিছু মনে না করলে আজকে রাতের রান্নাটা কি তুমি করবে?
=Would you mind cooking dinner tonight?
Ø কিছু মনে না করলে আমাকে বিষয়টা ব্যাখ্যা করতে পারবে?
=Would you mind explaining it to me?
Ø কিছু মনে না করলে তুমি কি আমাকে আমার অনুষ্ঠানটা দেখতে দিবে?
=Would you mind letting me watch my show?
Ø কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন?
=Would you mind taking a picture for us?
Ø দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে?
=Would you please give me your pen?
Ø তুমি বরং ডাক্তার ডাক - You had better call in a doctor
Ø আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। - You’ve to lend your hand.

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE