Practice Of The Day 11-20
Common
Ø নাচতে না জানলে উঠান বাকাঁ - A bad workman quarrels with his tools
Ø বিশ মিনিটের মতো - About twenty minutes
Ø ডান দিকে মোড় নেয়ার পর আর পাঁচটা ব্লক যাবেন এবং তারপর বাম দিকে মোড় নিবেন
=After you turn right, go for five blocks and turn
left
Ø এবং এরূপ আরো অনেক। - And so on
Ø আপনি অর্ডার করতে চান এখন? - Are
you ready to order?
Ø বলতে গেলে......। - As a matter fact…….
Ø আমি যতদূর জানি যে......। - As far as I know/ I know that.
Ø আমি যতটুকু জানি... - As far as I know…
Ø আপনি যা পছন্দ করেন! - As you like?
Ø একটু শান্ত হও। - Be calm/ Be quite/ Keep quite
Ø পেন্সিল দিয়ে লিখেন। - Be helped with the pencil.
Ø অপর ব্যক্তির প্রতি আগ্রহী হোন। - Be interested in the other
fellow.
Ø আপনি খুব ভাল করতেছেন। - Better than the best/ better than good.
Ø কিন্তু তার আগে একটা কথা। - But one thinks before
that.
Ø কম বা বেশি। - By and large.
Ø যে-কোন উপায়ে - By fair means or foul
Ø কোনক্রমেই না - By no means
Ø দিনের শেষে - By the end of the day
Ø আল্লাহর রহমতে - By the grace of Allah
Ø প্রসঙ্গত - By the way
Ø ও, ভালো কথা। - By the way.
Ø আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি?
=Can
I ask whom I’m speaking to, please?
Ø কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি? - Can
I continue, please?
Ø আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন?
=Can you tell me the time, please?
Ø একটু পরে ক্লাসে আর জায়গা থাকবে না। - Class will be saturated
soon.
Ø ঠাণ্ডা হও। - Come down/ come up.
Ø একটু বুঝতে চেষ্টা কর! - Come on!
Ø আমাকে শুধরে দিয়ো যদি আমার ভুল হয় - Correct me if I'm wrong
Ø তোমাকে একটা প্রশ্ন করতে পারি? - Could I ask you a question?
Ø আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন?
=Could you
help me find my keys?
Ø আমাকে একটু সাহায্য করতে পারবেন? - Could you please lend me a hand?
Ø আপনি কি আরেকবার বলবেন ওটা দয়া করে? - Could you repeat that, please?
Ø দয়া করে আরেকটু ধীরে কথা বলবেন?
=Could you
speak a little more slowly, please?
Ø জাহান্নামে যাক! - Damn it!
Ø তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ?
=Did you already have your launch?
Ø Do not harp on the same thing - Do not harp on the same thing
Ø আপনাদের কি শুক্রবার সকালে সময় হবে?
=Do
you have time available on Friday morning?
Ø এখন তাকে ডাকলে তোমার কি সমস্যা আছে ? - Do you mind calling
him now?
Ø আমি কি বলছি বুঝতে পারছেন? - Do you see what I mean?
Ø তুমি কি এখনো তার প্রতি আগ্রহী? - Do you
still interested to her?
Ø কোথাও যাবেন না। - Don’t be anywhere.
Ø বোকামী করো না! - Don’t be silly!
Ø এগুলোকে এতো সহজ ভেব না। - Don’t consider these too
easy.
Ø বকবক কর না, তোমার বকবকানি বন্ধ কর। - Don’t gap, stop your gap.
Ø পাগলামি করো না তো! - Don’t get mad!
Ø এমন কাউকে এটা বলবেন না যে তা বুঝে না। - Don’t say your medical complaints
Ø বাজে কথা বলো না। - Don’t talk nonsense!
Ø এমন কথা তোমার মুখে আসল কি করে? - Don’t utter such words
Ø দ্বিমুখী নীতি। - Double standard policy.
Ø বাদ দাও/ ও কথা ছেড়ে দাও। - Drop the matter.
Ø তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো - Enjoy every moment of your life
Ø শেষ সময় টুকু কাজে লাগান। - Enjoy the last minute.
Ø এই লাইনটি মুছে ফেল, ভাবমুর্তি ক্ষুন্ন কর না।
=Erase this line, don’t tarnish the images.
Ø যা রটে তা কিছু ত বটে - Every rumor has some truth
Ø সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। - Everybody’s truly encouraged.
Ø ঠিক তাই! - Exactly!
Ø চমৎকার। - Excellent/ Splendid/ Marvelous.
Ø কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে। - Excuse me!
Ø মন খারাপ করা/ দুঃচিন্তা। - Fed up/ Het up/ Worried
Ø ফুটবল ক্রিকেটের মতো এত জনপ্রিয় না - Football isn’t as popular as Cricket
Ø ভাল মন্দ যাই হোক। - For better or for worse.
Ø উধাহরণ স্বরূপ। - For example/ To cite an
example.
Ø ধন্যবাদ। বলার জন্য। - For you very kind information.
Ø খুবই গুরুত্বপূর্ণ কথা। - For your very kind information.
Ø ভুলে যাও এটা - Forget it
Ø ভুলে যাও সব! - Forget it!
Ø যা হওয়ার হয়ে গেছে। - Forget what happened.
Ø দেখা হয়ে ভালো লাগলো - Glad to meet you
Ø চারটা ব্লক অতিক্রম করবেন এবং তারপর ডান দিকে ঘুরবেন
=Go for four blocks and then turn right
Ø চালিয়ে যাও। - Go on/ Keep on/ Carry on
Ø গোল্লায় যাক! - Go to the devil!
Ø এটা দেখছি / পড়ছি এখন - Going through it.
Ø শুভ বিকাল, স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
=Good
afternoon, sir. How can I help you?
Ø শুভ দিন। - Good day/ What’s up?
Ø শুভ সকাল। উনি কে? - Good morning. Who is he?
Ø আপনাকে দেখে ভালো লাগলো - Good to see you
Ø বিদায়/ তোমার সাথে দেখা হয়ে ভালই লাগল।
=Good to see you/ I will
see you next.
Ø ধুমধাম পার্টি। - Grand party.
Ø চুলোয় যাক! - Hang it!
Ø এক মিনিট চুপ থাক। - Hang on a minute.
Ø তোমার জন্মদিন ভালোবাসাময় হোক - Have a lovely birthday
Ø অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি
=He couldn't go to office because of being sick
Ø তিনি কথা রাখেন না - He does not keep his word
Ø ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করেনা
=He doesn’t care anybody
because of being rich
Ø সে পাগলামি করে। - He goes mad.
Ø তার মুখ বড় খারাপ - He has a very foul tongue
Ø সে ছেলেটির নাম রেখেছে হরি - He has given the boy the
name of Hari
Ø তার অংকে মাথা নেই - He has no brain for
mathematics
Ø সে ভন্ড - He Hippocrates
Ø তার হাতটান স্বভাব আছে - He is light fingered
Ø সে অতটা ভাল ছেলে না। - He is not that good boy.
Ø তার কথা ঠিক বটে - He is quite right
Ø একজন ভালো অভিনেতা হওয়ার কারণে সে খুব জনপ্রিয়
=He is so popular because of being a good actor
Ø সে তার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল - He kept trying to achieve his target
Ø সে এত দ্রুত বলেছিল যে আমরা বুঝতে পারিনি
=He spoke too fast for us to understand
Ø সে রামকে বলে বাইরে গেল - He took Ram’s permission when he went out
Ø তার হাতের লেখা ভাল - He writes a good hand
Ø সে আমার একজন কলিগ - He's a colleague
Ø সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে......। - He/ She/ speaks very nice indeed!
Ø এই যে শুনুন! - Hello! Listen!
Ø হ্যালো, আমার নাম জন রবার্ট - Hello, my name is John Robert
Ø এই তো এখানে। - Here they are
Ø এই নিন (কোন কিছু দেওয়ার সময়)। - Here you are
Ø সে ১০ মিনিটের মধ্যে ফিরে আসবে - He’ll be back in 10 minutes
Ø তিনি একজন জীবন্ত কিংবদন্তী। - He’s a living legend.
Ø তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন। - He’s a man in millions.
Ø উনি আজ আসতে পারেন। - He’s expected today/ He’s likely today.
Ø উনি একটু বেশি বলেন। - He’s vocal.
Ø হাই, আমি জন - Hi, I'm John
Ø তার চালাকি ধরা পরেছে - His trick has been seen
through
Ø হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা - Hmm, let me see
Ø অপেক্ষা করুন - Hold on
Ø মুখ সামলে কথা বল! - Hold your tongue!
Ø চা খেলে কেমন হয়? - How about a cup of tea?
Ø কি বাজে বকছো! - How absurd!
Ø কি ঝামেলা! - How add/ what a mess!
Ø কেমন চলছে আপনার? - How are
you doing?
Ø সে কোন সাহসে সেখানে যায়! - How dare he go there!
Ø তুমি কোন সাহসে বল! - How dare you say so!
Ø এটা তুমি কি বলছ! - How dare you say so/ that!
Ø তোমার সাহস কত! - How dare you!
Ø কেমন চলছে? - How
do you do?
Ø যাহোক। - However.
Ø কি দারুণ/ কি সুন্দর। - How fine / nice!
Ø কেমন যাচ্ছে আপনার? - How have
you been keeping?
Ø সব কেমন চলছে? - How is everything?
Ø কেমন যাচ্ছে সব? - How’s everything
going?
Ø আমি মিশিগান’এর বাসিন্দা। - I am from Michigan.
Ø আমি থাকি টরোন্টো, কানাডায় - I am from Toronto, Canada
Ø আমি দুপুরের খাবারে যাচ্ছি - I am going to have lunch
Ø ২৩শে জুলাই পর্যন্ত আমার রুমটি দরকার
=I am going to need the room until July 23rd
Ø আমি ৩ দিন থাকবো - I am going to stay for 3
days
Ø আমি দাবা খেলায় পারদর্শী - I am good at playing chess
Ø আমি তার মত নই। - I am not like that one
Ø আমার দিন ভাল যাচ্ছে না। - I am passing short time.
Ø আমি ভাল করছি। - I am playing vital role.
Ø আমি মোটামুটি ভালই আছি। - I am simple going on.
Ø আমি একরকম আছি - I am so so
Ø আমি খুবই দুঃখিত। কিছু মনে না করলে আপনি কি আরেকবার একটু বলবেন কষ্ট করে?
=I am sorry. Would you mind repeating that, please?
Ø আমি ম্যানেজারের নিকট পদটির জন্য আবেদন করেছিলাম
=I applied to the manager for the post
Ø আমি অবশ্যই বুঝতে পারবো - I can definitely
understand
Ø তুমি কি বলতে চাচ্ছো আমি বুঝতে পারছি - I can see your point
Ø মহাবিশ্বের বিশালতা সম্পর্কে আমি চিন্তা না করে পারি না
=I can’t help thinking the
massiveness of the universe
Ø আমি নিউ ইয়র্ক থেকে এসেছি - I come from New York
Ø আমি আমার ভুল স্বীকার করছি। - I confess my fault.
Ø তুমি বাদ পড় আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to leave you out
Ø আমার জন্য দীর্ঘক্ষন অপেক্ষা করতে হবে আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to stay for me long time
Ø আমি মানি না - I do not agree
Ø আমার কোন পছন্দ নেই (রুমের ব্যাপারে) - I don't have a preference
Ø আমি মিথ্যেবাদী লোক একদম পছন্দ করি না! - I don't like liar at all!
Ø আমার খেতে ইচ্ছা করছে না - I don’t feel like eating
Ø কেউ প্রশংসা করলে তার জবাবে (উত্তর)।
=I don’t know whether I’m
but I try to be so.
Ø এর জন্য আমার খারাপ লাগছে। - I feel bad about that.
Ø আমি আপনাকে মিস করেছিলাম। - I gave you the importance.
Ø আমি ভুল করি/ আমি সঠিক করি। - I go wrong/right.
Ø বুঝেছি/ বুঝতে পেরেছি। - I got it/ I got your point.
Ø আমি খুব কম সময়ই কফি খাই - I hardly take coffee
Ø আমার মাথা ধরেছে - I have a bad headache
Ø তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে
=I have something special
to show you
Ø আমারও একই মত/ আমিও তাই মনে করি। - I have the same opinion/ I
think so.
Ø আমি এই বিষয়ে কিছুই জানিনা - I know nothing in this connection
Ø আমি আমার ব্যগ/মোবাইল/ গ্লাস/ বই রেখে গেছি।
=I left my bag/ mobile/
glass/ book here’
Ø আমি বই পড়তে পছন্দ করি - I like reading books
Ø আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি
=I like reading books and love to swim
Ø আমি শিকাগোতে থাকি। - I live in Chicago
Ø আমি লন্ডনে থাকি। - I live in London.
Ø আমি এখানেই বাস করি। - I live nearby here.
Ø আমি একটু অনুশীলন করে নিলাম। - I made a bit warm-up activity.
Ø আমি খুব কড়া সিডিউল মেনে চলি। - I maintain the hectic schedule.
Ø আমি বুঝতে/ বলতে চাই যে......। - I mean to say/ I’d like to say that……
Ø আমি তো তাকে কেবল ভয় দেখিয়েছিলাম। - I only scared him.
Ø এই বৈঠকে আপনাদের উপস্থিতিকে আমি সত্যিই মূল্যায়ন (ভালো চোখে দেখা) করছি
=I really appreciate your
attendance to this meeting
Ø তাই বুঝি। - I see!
Ø আমি তোমার অনুরোধ রাখতে পারব না
=I shall not be able to comply with your request
Ø আমি জোড়ালোভাবে বিশ্বাস করি যে............। - I strongly believe that…..
Ø খোদার কসম আমি কাজটা করি নাই। - I swear by God, I didn’t do it.
Ø আমি মনে করি যে। - I thing/ seem/ guess/
assume that
Ø আপনাকে কোথায় যেন দেখেছি - I think I saw you somewhere
Ø আমারও তাই মনে হয়। - I think so.
Ø আমি মনে করি তা ভাল হবে না। - I think, it wouldn’t be
good.
Ø আমি বিশ্বাস করি সব ঠিকঠাক আছে - I trust that everything is well
Ø আমি সেপ্টেম্বরে জন্মগ্রহন করি - I was born in September
Ø আমি আগেও যেমন ক্ষুদ্র ছিলাম এখন ও তাই। - I was too tiny and I’m too
now.
Ø আমি তোমাকে সবসময় ভালোবাসবো - I will always love you
Ø আমি তোকে মেরে তক্তা বানাবো - I will beat you black and blue
Ø আমার শুধু একটা রুম লাগবে - I will only need one room
Ø আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি করতে পারব না।
=I wish I couldn’t do, but I’ve an appointment.
Ø আমার যদি অসীম সময় থাকত! - I wish I had a sky limit time!
Ø আমি কামনা করি তুমি আরো একশটি জন্মদিন পাও
=I wish you to have a
hundred of birthdays more
Ø আমি এসব আদৌ সহ্য করবো না - I won’t tolerate all this at all
Ø আমি জুনের ১৯ তারিখের জন্য একটা রুম চাচ্ছিলাম
=I would like a room for the 19th of July
Ø স্বেচ্ছায় যে কেউ আসতে পারে। - I would like to see the
volunteers.
Ø আমি আনন্দের সাথে সাহায্য করবো - I'd be glad to help out
Ø তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হবো - I'd be happy to help you
Ø আসুন পরিচিত হই আমার কলিগ মিঃ জনের সাথে
=I'd like you to meet my colleague Mr. John
Ø আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো - I'd really appreciate it
Ø আমি খুবি খুশি হবো যদি উপকারটা করতেন - I'd really be glad if you
did
Ø আমার মনে হয় আমি পারবো না (সাহায্য করতে) - I'm afraid I can't
Ø যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
=If
it's possible may I ask a favor?
Ø সত্যিকার অর্থে আমার যা মনে হচ্ছে... - In my honest opinion…
Ø দুর্লভ। - In the blue moon.
Ø তা বৈকি! - Indeed! Quite so.
Ø এটা কি কথার কথা? - Is it a matter of joke?
Ø আজকে কি ১২ তারিখ নাকি ১৩ তারিখ? - Is today the 12th or 13th?
Ø এক মাসে কি এটা হবে না? - Isn’t a month fine for
you?
Ø এটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। - It can give you lift?
Ø এটা হতেই পারে না - It can’t be so
Ø এটা আমার সাথে মানায় না। - It does not go with me.
Ø এটা কোন ব্যাপার না - It doesn’t matter
Ø এটা আমার সাথে মানায়। - It goes with me.
Ø এটা না বললেও চলে যে। - It goes without saying that.
Ø অনেক দিন হয়ে গিয়েছে - It has been a long time
Ø এর মানে হচ্ছে— - It implies
that.
Ø আশা করা যাচ্ছে যে .........। - It is expected
that.........
Ø এটা ঐটাত মত ভাল নয়। - It is not that good one.
Ø ১টা বাজে - It is one o'clock
Ø হ্যাঁ এটা এরকমই। - It is so.
Ø এটি মনে রাখতে হবে যে......... - It is to be remembered that…….
Ø এটা করতে বহুদিন লেগে যেতে পারে। - It might take ages.
Ø তোমার কথা ভাল লাগছে। - It sounds good/ interesting.
Ø তোমার কথা গুরুত্বহীন। - It sounds odd/ worthless.
Ø আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো - It was nice meeting you
Ø এটা অনুমানের বাইরে ছিল। - It was out of guess.
Ø আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো
=It was really nice meeting you
Ø এ কথা বলা আমার ঠিক হয় নাই যে। - It was unwise of me to say that.
Ø আমি আনন্দিত হবো (সাহায্য করতে পারলে) - It would be my pleasure
Ø এটা লাইব্রেরীর রাস্তার উল্টো পাশেই অবস্থিত
=It's across the street from the library
Ø এটি সরাসরি ট্যাকো বেল’এর অপর পাশে অবস্থিত
=It's directly across from Taco Bell
Ø রাত সাড়ে ১০টা বাজে - It's half past ten at
night
Ø এখন সাড়ে ৩টা বাজে - It's half past three
Ø বাম পাশ ধরে ঠিক কোণাতেই এর অবস্থান
=It's just right around the corner on the left side
Ø স্টারবাক্সের পরে ঠিক কোণাতেই এর অবস্থান
=It's right around the corner from the Starbucks over
there
Ø আজ এপ্রিলের ১ তারিখ - It's the 1st of April
Ø এই সাইজটা আমার জন্য হচ্ছে না - It's the wrong size
Ø এখন ১২টা বেজে ৪৫ মিনিট - It’s 12:45 PM
Ø সে অনেক কথা! - It’s a long story!
Ø জি আচ্ছা/ ঠিক আছে। - It’s all right/ all right.
Ø তোমার সাথে দেখা হওয়াটা সব সময়ই আনন্দের
=It’s always a pleasure to see you
Ø অনেক যুগ অতিক্রান্ত হয়েছে আপনার সাথে শেষ দেখা হওয়ার পর
=It’s been ages since we
last met
Ø আমার কাছে এটা পরিস্কার যে.........। - It’s clear to me that.....
Ø পানির চেয়েও পানি। - It’s easier than easy.
Ø এটা খুবই কঠিন। - It’s even tougher than tough.
Ø আজ মার্চের ৩ তারিখ - It’s March third
Ø এটা অবশ্যই সম্ভব। - It’s more that something possible.
Ø এটা ঠিক না। - It’s not good.
Ø এটা চিন্তার বাইরে। - It’s out of thought.
Ø সত্যি আপনি দারুন লোক। - It’s so good of you.
Ø এটা আপনার মাহাত্ম্য। - It’s so great of you.
Ø এটা এখনও টিকে আছে। - It’s still there.
Ø এটা আজকের দিনের শ্রেষ্ট বানী। - It’s the quote of the day.
Ø একেবারেই শেষ। - It’s the very last or the
grand last.
Ø এটা খুব খারাপ। - It’s too bad.
Ø কঠিন এর চেয় ও কঠিন। - It’s tougher than tough.
Ø যথেষ্ট হয়েছে! - It’s/ That’s enough!
Ø এর চেয় ভালো কিছু আর নেই - I’d like nothing better
Ø আমার ধারণায় তার বয়স ১৮ - I’d say she is 18
Ø এতে আমার কোন আপত্তি নাই। - I’ll be fine with that.
Ø আমি এখানেই থাকব। - I’ll be here.
Ø আমি এখনই আসব। - I’ll be right back.
Ø আমি আবার বলব। - I’ll run through again.
Ø আমি আমার সকল সামথ্য দিয়ে চেষ্টা করব। - I’ll try by all means.
Ø সন্দেহজনক না-বোধক বুজাতে। - I’m afraid!
Ø আমি খুবি দুঃখিত যে ......।
=I’m extremely sorry/Sorry
that/ I am terribly sorry.
Ø আমি আপনাকেই খুবই গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি। - I’m giving you my morning.
|