Learn English Grammar Easy From Online

Pages

Word & Syllable


Word বা শব্দ কাকে বলে?

কতকগুলি Letter পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণসমষ্টিকে একটি Word বা শব্দ বলে। (A word is a group of letters which expresses a meaning) কিন্তু অর্থ প্রকাশ না করলে তাকে Word বা শব্দ বলা হয় না।

যেমন Boy বললে একটি Word হয়। কিন্তু Oyb বললে কোনো Word হয় না। তেমনি Book, Teacher, Father, Mother, Brother, Sister, Hand, Head ইত্যাদি বর্ণসমষ্টি কিছু অর্থ প্রকাশ করে। সেজন্য এগুলো Word বা শব্দ।

Note: (1) Vowel ছাড়া শুধুমাত্র Consonant দিয়ে কোনো Word বা শব্দ গঠন হয় না। যেমন rat, sit, buy, baby, son, sun. moon, work ইত্যাদি। এখানে প্রতিটি Word এর মধ্যে কোনো না কোনো Vowel আছে।

(2) অনেক সময় শুধুমাত্র একটি Vowel দিয়ে একটি Word গঠিত হয়। যেমন I = আমি, A = একটি, O = ওহে ইত্যাদি।

(3) Vowel এর পরিবর্তে Semi-Vowel (w & y) দিয়ে শব্দ গঠিত হয়। যেমন Fly শব্দটিতে কোনো Vowel নেই। কিন্তু y’ বর্ণটি বা Semi-Vowel টি শব্দটিতে Vowel এর কাজ করে। তাই Fly একটি Word.

Syllable বা শব্দাংশ কাকে বলে?

একটি Word এর মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, তাকে বলে Syllable বা অক্ষর। বর্ণ এবং অক্ষরকে এক মনে করা ভুল। আধুনিক ধ্বনিতত্ত্বে Letter কে বর্ণ এবং Syllable কে অক্ষর বলা হয়। যাই হোক, Syllable বা অক্ষর হল সবচেয়ে কম চেষ্টায় একবারে উচ্চারিত শব্দাংশ।

যেমন-Man = (এক বারে উচ্চারিত হয় বলে এক Syllable বিশিষ্ট)
       Fan = (এক বারে উচ্চারিত হয় বলে এক Syllable বিশিষ্ট)
       Ele-Fhant = (‘এলি’ এবং ‘ফ্যান্ট’ দুবারে উচ্চারিত হয় বলে এটি দুই Syllable বিশিষ্ট)
       Clean-li-ness = (‘ক্লিন’ ‘লি’ ‘নেস’ তিনবারে উচ্চারিত হয় বলে এটি তিন Syllable বিশিষ্ট)

Syllable চার প্রকার যথা

1. Mono-syllable (এক শব্দাংশ) - Mono শব্দটির অর্থ এক। সুতারাং যে Word এ একটি মাত্র Syllable থাকে, তাকে Mono-syllable বলে। যেমন Fan, Sun etc.

2. Di-syllable (দু’ শব্দাংশ) Di শব্দটির অর্থ দুই। সুতারাং যে Word এ দুটি মাত্র Syllable থাকে, তাকে Di-syllable বলে। যেমন Father (Fa+ther) , Mother (Mo+ther)

3. Tri-syllable (তিন শব্দাংশ) - Tri শব্দটির অর্থ তিন। সুতারাং যে Word এ তিনটি মাত্র Syllable থাকে, তাকে Tri-syllable বলে। যেমন Beautiful (Beau+ti+ful)

4. Poly-syllable (বহুশব্দাংশ) -  Poly শব্দটির অর্থ বহু। সুতারাং যে Word এ তিনটির বেশি Syllable থাকে, তাকে Poly-syllable বলে। যেমন – International (In+ter+na+tio+nal)

Note: (1) Vowel ছাড়া Syllable হয় না। প্রতেক Syllable - এ এক বা একাধিক Vowel থাকে। (2) সহজে ইংরেজি বানান শেখার জন্য Word কে Syllable এ ভাগ করে শেখা উচিত।

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE