Learn English Grammar Easy From Online

Pages

Important Prefixes


Prefix সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমাদের শব্দের গঠন সম্পর্কে অল্প জেনে রাখা ভালো। যদিও শব্দের গঠন চ্যাপ্টারে আমরা সম্পর্কে বিস্তারিত জানবো। ইংরেজিতে শব্দের গঠন দুই রকমের।

1.     Primary Derivatives &
2.     Secondary Derivatives

1. Primary Derivatives: যখন একটি Word এর ভেতরে কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন Word গঠন করা হয়, তখন তাকে  Primary Derivatives বলে। যেমন

Verb
Noun
Verb
Adjective
Noun
Verb
Advise
Advice
Float
Fleet
Bath
Bathe
Bite
Bit
Lie
Low
Belief
Believe
Bind
Bond
Milk
Milch
Blood
Bleed
Choose
Choice
Wit
Wise
Food
Feed

2. Secondary Derivatives: যখন একটি Word এর প্রথমে বা শেষে কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন Word গঠন করা হয়, তখন তাকে   Secondary Derivatives বলে।

Ø শব্দের প্রথমে যা যোগ হয় তাকে বলে Prefix (উপসর্গ)
Ø শব্দের শেষে যা যোগ হয় তাকে বলে Suffix (প্রত্যয়)

Important Prefixes:

নূতন Word গঠনের জন্য Prefix একটি Word এর পূর্বে বসে। সাধারনতঃ Prefix গুলি যদিও আলাদা Word হিসাবে বসে না, তবুও এদের প্রত্যেকেরে একটি বিশিষ্ট অর্থ আছে। এগুলি বাংলাই উপসর্গের মতো। নিচে Important Prefix গুলো দেওয়া হল।

Prefix
Meaning
Examples
a -
উপরে, ভিতরে, থেকে, ওঠা
Aboard, Asleep, Arise
ab -
Bad - খারাপ, Not - নয়
Abuse, Abnormal
ad -
To - প্রতি
Adjoin
ante -
Before - আগে
Antedate
anti -
Against - বিপক্ষে, বিপরীত
Antiseptic, Anticlimax
auto -
Self - আত্ম
Autobiography
bi -
Two - দুই
Bilateral
co -
With - সাথে 
Co-exist
de -
Down - নীচেউল্টা
Detrain, Demerit
di -
Two - দুই
Dioxide
dia -
Through - ভিতর দিয়ে        
Diameter
dis -
Not - নয়বিপরীত
Disallowed, Dishonor
en -
On - উপরে, In - ভিতরে
Enact, Encage
ex -
Out of - ভেতর থেকে, পূর্ববর্তী
Extract, Ex-student
il -
Opposite of - বিপরীত
Illegal
im -
Opposite of - বিপরীত
Impossible
in -
Opposite of - বিপরীত
Inability
ir -
Opposite of - বিপরীত
Irrational
inter -
Within - ভিতরে
Interschool
fore -
Before - আগে        
Foretell
hemi -
Half - অর্ধেক 
Hemisphere
homo -
Like/Same - একই প্রজাতি
Homogeneous
hyper -
Beyond/Over - অতিরিক্ত
Hypersensitive
hypo -
Under - অধিভুক্ত
Hypothesis
mal -
Bad - খারাপ, Ill - খারাপ
Malpractice
mis -
Bad - বাজে
Misconduct
mono -
Single - একক
Monologue
non -
Not/Opposite - নয়/বিপরীত
Nonsense
post -
After - পরবর্তী
Postmodern
pre -
Before - পূর্ববর্তী
Pretext
peri -
Round - গোল        
Perimeter
re -
Again - পুনরায়
Regain
semi -
Half - অর্ধেক 
Semifinal
sub -
Backup/Alternate - বিকল্প
Subway
super -
 সীমার বাইরে         
Supernatural
to -
This - এই
Today
trans -
Across - অপর পাশে
Transform
ultra -
Beyond - অতিরিক্ত
Ultramodern
un -
Not/Opposite - নয়/বিপরীত
Unable
vice -
Alternative of - বিকল্পে
Vice-captain
bene -
ভালো অর্থে
Benefit, Benevolent
circum -
চারিদিক অর্থে
Circumference
intro -
মধ্যে অর্থে
Introduce
enter -
মধ্যে অর্থে
Enterprise
sine -
অভাব অর্থে
Sinecure
amphi -
উভয়তঃ অর্থে
Amphibious
ana -
পুনরায় অর্থে
Analysis
hetro -
পৃথক অর্থে
Hetro-sexual
para -
সমান অর্থে
Paraphrase
par -
সমান অর্থে
Parnell
tele -
দূর অর্থে
Telephone, Telegraph



PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE