Definition Of Number বা বচন এর সংজ্ঞা:
Number মানে কোন সংখ্যা বা কোন কিছুর সংখ্যা। Grammar এ যে কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীর
সংখ্যাকে Number বলে। বাংলায় একে বলে
বচন। Number শুধুমাত্র Noun ও Pronoun এর ক্ষেত্রে হয় অন্য কোন Parts Of Speech এর Number হয় না। যেমন –
Boy মানে বালক। স্বাভাবিকভাবে Boy বলতে আমরা একটি বালককে বুঝি এবং এটি একবচন বা Singular Number, কিন্তু যদি Boy এর সাথ ‘s’ যুক্ত করে দেই তাহলে Boys মানে হয়ে যায় ‘বালকেরা’ অর্থাৎ বহুসংখ্যক বালক, এবং
এটি তখন বহুবাচক বা Plural Number.
NB: সাধারণভাবে Noun এর Number পরিবর্তন হয় বলা হলেও Boy, Book, Brother প্রভৃতি Common Noun এবং Class, Army প্রভৃতি Collective Noun এর Number পরিবর্তন হয়। কিন্তু Dhaka, USA প্রভৃতি Proper
Noun বা Oil, Rice প্রভৃতি Material Noun এবং Honesty, Kindness প্রভৃতি Abstract Noun এর কোন Number পরিবর্তন হয় না।
Kinds Of Number বা বচন এর প্রকার:
বাংলায় বচন দুই প্রকার – একবচন এবং বহুবচন। ইংরেজিতেও Number দুই রকমের – Singular Number & Plural Number.
1. Singular
Number (একবচন) – যে Noun দ্বারা একটি মাত্র ব্যক্তি,
বস্তু, বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে Singular
Number বলে। যেমন – A boy, A girl, An ant ইত্যাদি।
2. Plural
Number (বহুবচন) – যে Noun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি,
বস্তু, বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে Plural Number বলে। যেমন – Boys, Girls, Ants ইত্যাদি।
1. সাধারনতঃ Singular Noun এর শেষে s যোগ করে Plural Number করা হয়।
2. Noun এর শেষে s, sh, ch(চ), x থাকলে es যোগ করে Plural Number করা হয়।
3. Noun এর শেষে ch ‘ক’ এর মতো উচ্চরণ হলে s যোগ করে Plural Number করা হয়।
4. Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Vowel থাকলে s যোগ করে Plural করা হয়।
5. Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Consonant থাকলে es যোগ করে Plural হয়।
6. Some
Exceptions: (কিছু বাতিক্রম)
7. Noun এর শেষে y এবং তার পূর্বে একটি Vowel থাকলে s যোগ করে Plural করা হয়।
8. Noun এর শেষে y এবং তার পূর্বে একটি Consonant থাকলে y উঠে যায় এবং ies যোগ করে Plural হয়।
9. Noun এর শেষে f বা fe থাকলে f বা fe উঠে যায় এবং ves যোগ করে Plural হয়।
10. কয়েকটি Noun এর শেষে f থাকলেও
শুধু s যোগ করে Plural হয়।
11. কয়েকটি Noun এর ভিতরের Vowel পরিবর্তন করে Plural হয়।
12. কয়েকটি Noun এর ভিতরের Vowel এবং Consonant পরিবর্তন করে Plural হয়।
13. কয়েকটি Noun এর শেষে en যোগ করে Plural হয়।
14. Compound Noun এর প্রধান Word এর শেষে s যোগ করে অথবা প্রধান Word এর Vowel পরিবর্তন করে Plural হয়।
15. Compound Noun যদি hyphen (-) দ্বারা যুক্ত না হয় তবে
s যোগ করে Plural হয়।
16. Noun এর শেষে f বা fe থাকলে f বা fe উঠে যায় এবং ves যোগ করে Plural হয়।
17. নিচের Noun গুলো প্রদর্শিত উভয়ভাবেই Plural করা হয়।
18. শব্দের শেষের Man যদি ‘মানুষ’ না বোঝায় তবে s যোগ করে Plural হয়।
19. কিছু কিছু Noun এর Plural অনিয়মিত ভাবে হয়ে থাকে।
20. অক্ষর, সংখ্যা, শব্দ-সংক্ষেপের Plural রূপ (‘) এবং s বা শুধু s দিয়ে গঠন করতে হয়।
21. কতগুলো Noun আছে যাদের Singular এবং Plural এর অর্থ ভিন্ন।
22. Airs (গর্বিত), Goods (মালপত্র), Goods (মালপত্র), Returns (বিবরণী) এই সব অর্থে Word
গুলো সবসময় Plural
হয়।
23. Belongings
(ব্যক্তিগত জিনিসপত্র), Savings
(সঞ্চয়), Earnings
(আয়), Surroundings
(পরিবেশ), Vegetables
(শাকসবজি) এই সব অর্থে Word
গুলো সবসময় Plural
হয়।
24. Aristocracy (কুলীন সম্প্রদায়), Artillery
(আগ্নেয়াস্ত্র), Cattle
(গোমহিষাদি), Clergy
(যাজক সম্প্রদায়), Gentry
(ভদ্র সম্প্রদায়), Nobility
(কুলীন সম্প্রদায়), Mankind
(মানুষ জাতি), Peasantry
(কৃষক সম্প্রদায়), People
(জনগণ), Perfumery
(সুগন্ধি), Police
(পুলিশ), Poultry
(হাস-মুরগি), Public
(জনসাধারণ), Government
(সরকার), Tenantry
(প্রজাকুল), Virmin
(ইঁদুর), Majority
(সংখ্যা গরিষ্ঠ), Cattle
(গোমহিষ) এ গুলো দেখতে হলেও রূপে ব্যবহার হয়।
25. Bread (রুটি), Expenditure
(খরচপত্র), Furniture
(আসবাবপত্র), Scenery
(দৃশ্য), Poetry
(কাব্য), Machinery
(যন্ত্রপাতি) প্রভৃতির কোন Plural
রূপ নাই।
26. Brick (ইট), Hair
(চুল), Fruit
(ফল), Flower
(ফুল), Alphabet
(বর্ণমালা) প্রভৃতি সাধারণ অর্থে Plural
হিসাবে ব্যবহার হয় না।
27. Gallows
(ফাঁসিকাষ্ঠ), Mathematics
(গণিত), News
(সংবাদ), Physics
(পদার্থবিদ্যা), Innings
(ক্রিকেট ইনিংস), Optics
(আলোক বিজ্ঞান), Smallpox
প্রভৃতি দেখতে Plural
হলেও এরা প্রকৃতপক্ষে Singular.
28. Alms (ভিক্ষা), Thanks
(ধন্যবাদ), Complements
(সম্পুরক), Regards
(সম্মান), Principles
(নীতি), Proceeds(আয়), Scissors
(কাঁচি), Trousers
(পাজামা) ইত্যাদি সবসময় Plural
হিসেবে ব্যবহার হয়।
29. Word মানে যদি প্রতিজ্ঞা হয় তাহলে তার Plural হয় না।
যেমন – Be true to your
word.
30. আদেশ অর্থে Order
সবসময় Plural
হয়।
যেমন – The commander
passed orders to the effect.
31. Wages (মজুরি), Summons
(তলব) Singular
এ ব্যবহার হয়।
যেমন – The
wages she receives is grand.
32. True
Singular: যে সব Noun
এর শেষে s থাকে এবং ওই s অক্ষরটি Plural
এর চিহ্ন নয় তাদের কে True
Singular বলে। যেমন – Alms (ভিক্ষা), Summons (তলব), Eaves (ঘরের ছাইচ), Riches
(ধন-সম্পত্তি) ইত্যাদি।
33. True Plural: যে সব Noun
এর শেষে s থাকে এবং ওই s অক্ষরটি সত্যিকার ভাবে Plural
এর চিহ্ন তাদের কে True
Plural বলে। যেমন – Amends
(ক্ষতিপূরণ), Means
(উপায়), Odds
(বাধাবিপত্তি), Annals
(ইতিবৃত্ত), Remains
(অবশেষে),
Gallows (ফাঁসিকাষ্ঠ), Innings (ক্রিকেট ইনিংস) ইত্যাদি।
34. Aborigines (আদিম অধিবাসী), Alms
(ভিক্ষা), Annals
(ইতিবৃত্ত), Assets
(সম্পত্তি), Auspices
(অনুকুল), Bellows
(হাপর), Dregs
(তলানি), Entrails
(নাড়িভুঁড়ি), Environs
(শহরতলি), Fetters
(শিকল), Measles
(হাম), Mumps
(গলাফোলা), Nuptials
(বিয়ে), Odds
(বাধাবিপত্তি), Politics
(রাজনীতি), Proceeds
(আয়), Scissors
(কাঁচি), Shears
(কাস্তে), Spectacles
(চশমা), Tidings
(সংবাদ), Vitals
(জীবনীশক্তি), Wages
(মজুরী) ইত্যাদি Noun
গুলোর কোন Singular
রূপ নাই।
35. Apparatus (যন্ত্রপাতি), Cannon
(কামান), Corps
(সৈন্যদল), Deer
(হরিন), Gross
(১২ ডজন), Means
(উপায়), Pice
(পয়সা), Salmon
(এক জাতীয় মাছ), Series
(শ্রেণি), Sheep
(ভেড়া), Species
(জাতি), Swine
(শুকর ছানা) ইত্যাদি Noun
গুলোর Singular
ও Plural
রূপ একই থাকে।
36. Brace, Dozen,
Fathom, Gross, Head, Pair, Yoke, Score, Hundred, Thousand ইত্যাদি Noun
এর আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের Plural
হয় না। যেমন – He
gave me seven hundred taka.
37. Brace, Dozen,
Fathom, Gross, Head, Pair, Yoke, Score, Hundred, Thousand ইত্যাদি Noun
এর আগে যদি অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের Plural
হয়। যেমন – He
gave me several hundreds taka.
38. কোন Noun
যদি Compound
Word হয় এবং তাদের আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তবু ওইসব Noun
এর হয় Plural
না। যেমন – He
gave me two taka note. I met a ninty year old woman.
39. নির্দিষ্ট পরিমাণকে একত্রে বোঝালে Singular
Verb হয়ে থাকে। যেমন – One
hundred taka is a good sum. Fifty miles is a long distance.
40. One-fourth,
One-third ইত্যাদি একাংশ (যে ভগ্নাংশের লব ১) ব্যতীত অন্য সকল ভগ্নাংশের ক্ষেত্রে Plural হয়। যেমন – Three-sevenths
of the milk has been lost.
41. Adjective এর আগে The বসলে তা Plural
Common Noun এ পরিণত হয়। যেমন – The
poor are not always dishonest. The rich are not always happy.
|