Learn English Grammar Easy From Online

Pages

Number Of Nouns And Pronouns

Definition Of Number বা বচন এর সংজ্ঞা:   

Number মানে কোন সংখ্যা বা কোন কিছুর সংখ্যা। Grammar এ যে কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে Number বলে। বাংলায় একে বলে বচন। Number শুধুমাত্র Noun Pronoun এর ক্ষেত্রে হয় অন্য কোন Parts Of Speech এর Number হয় না। যেমন

Boy মানে বালক। স্বাভাবিকভাবে Boy বলতে আমরা একটি বালককে বুঝি এবং এটি একবচন বা Singular Number, কিন্তু যদি Boy এর সাথ ‘s যুক্ত করে দেই তাহলে Boys মানে হয়ে যায় ‘বালকেরা’ অর্থাৎ বহুসংখ্যক বালক, এবং এটি তখন বহুবাচক বা Plural Number.

NB: সাধারণভাবে Noun এর Number পরিবর্তন হয় বলা হলেও Boy, Book, Brother প্রভৃতি Common Noun এবং Class, Army প্রভৃতি Collective Noun এর Number পরিবর্তন হয়। কিন্তু Dhaka, USA প্রভৃতি Proper Noun বা Oil, Rice প্রভৃতি Material Noun এবং Honesty, Kindness প্রভৃতি Abstract Noun এর কোন Number পরিবর্তন হয় না।

Kinds Of Number বা বচন এর প্রকার:

বাংলায় বচন দুই প্রকার একবচন এবং বহুবচন। ইংরেজিতেও Number দুই রকমের Singular Number & Plural Number.

1. Singular Number (একবচন) যে Noun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে Singular Number বলে। যেমন A boy, A girl, An ant ইত্যাদি।

2. Plural Number (বহুবচন) যে Noun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে Plural Number বলে। যেমন Boys, Girls, Ants ইত্যাদি।

Singular Noun কে Plural Noun করবার কিছু নিয়ম নিচে দেওয়া হল।
1. সাধারনতঃ Singular Noun এর শেষে s যোগ করে Plural Number করা হয়।

Singular
Plural
Singular
Plural
Book
Books
Cat
Cats
Cow
Cows
Dog
Dogs
King
Kings
Girl
Girls
Pen
pens
Table
Tables
House
Houses
Hand
Hands
2. Noun এর শেষে s, sh, ch(চ), x থাকলে es যোগ করে Plural Number করা হয়।

Singular
Plural
Singular
Plural
Ass
Asses
Gas
Gases
Bush
Bushes
Brush
Brushes
Box
Boxes
Fox
Foxes
Inch
Inches
Bench
Benches
Kiss
Kisses
Church
Churches
Glass
Glasses
Bunch
Bunches
3. Noun এর শেষে ch ‘ক’ এর মতো উচ্চরণ হলে s যোগ করে Plural Number করা হয়।

Singular
Plural
Singular
Plural
Monarch
Monarchs
Stomach
Stomachs
4. Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Vowel থাকলে s যোগ করে Plural করা হয়।

Singular
Plural
Singular
Plural
Bamboo
Bamboos
Radio
Radios
Cuckoo
Cuckoos
Studio
Studios
Hindoo
Hindoos
Folio
Folios
5. Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Consonant থাকলে es যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Hero
Heroes
Echo
Echoes
Zero
Zeroes
Mosquito
Mosquitoes
Negro
Negroes
Mango
Mangoes
Buffalo
Buffaloes
Potato
Potatoes
6. Some Exceptions: (কিছু বাতিক্রম)

Singular
Plural
Singular
Plural
Dynamo
Dynamos
Photo
Photos
Piano
Pianos
Quarto
Quartos
7. Noun এর শেষে y এবং তার পূর্বে একটি Vowel থাকলে s যোগ করে Plural করা হয়।

Singular
Plural
Singular
Plural
Boy
Boys
Day
Days
Toy
Toys
Play
Plays
Key
Keys
Ray
Rays
Monkey
Monkeys
Donkey
Donkeys
8. Noun এর শেষে y এবং তার পূর্বে একটি Consonant থাকলে y উঠে যায় এবং ies যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Army
Armies
Copy
Copies
Baby
Babies
Duty
Duties
Body
Bodies
Fly
Flies
City
Cities
Lady
Ladies
Country
Countries
Story
Stories
9. Noun এর শেষে f বা fe থাকলে f বা fe উঠে যায় এবং ves যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Calf
Calves
Self
Selves
Half
Halves
Shelf
Shelves
Knife
Knives
Sheaf
Sheaves
Life
Lives
Thief
Thieves
Leaf
Leaves
Wife
Wives
Loaf
Loaves
Wolf
Wolves
10. কয়েকটি Noun এর শেষে f থাকলেও শুধু s যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Chief
Chiefs
Gulf
Gulfs
Cliff
Cliffs
Hoof
Hoofs
Brief
Briefs
Roof
Roofs
Belief
Beliefs
Proof
Proofs
11. কয়েকটি Noun এর ভিতরের Vowel পরিবর্তন করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Man
Men
Foot
Feet
Woman
Women
Tooth
Teeth
Gentleman
Gentlemen
Goose
Geese
12. কয়েকটি Noun এর ভিতরের Vowel এবং Consonant পরিবর্তন করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Mouse
Mice
Louse
Lice
13. কয়েকটি Noun এর শেষে en যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Ox
Oxen
Child
Children
Brother
Brethren
-
-
14. Compound Noun এর প্রধান Word এর শেষে s যোগ করে অথবা প্রধান Word এর Vowel পরিবর্তন করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Son-in-law
Sons-in-law
Maid-servant
Maid-servants
Father-in-law
Fathers-in-law
Step-son
Step-sons
Grown-up
Grown-ups
Looker-on
Lookers-on
Man-of-war
Men-of-war
Passer-by
Passer-by
Grand-in-aid
Grants-in-aid
Washer-man
Washer-men
15. Compound Noun যদি hyphen (-) দ্বারা যুক্ত না হয় তবে s যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Armchair
Armchairs
Handful
Handfuls
Bookcase
Bookcases
Bagful
Bagfuls
Pickpocket
Pickpockets
Spoonful
Spoonfuls
Mouthful
Mouthfuls
Basketful
Basketfuls
16. Noun এর শেষে f বা fe থাকলে f বা fe উঠে যায় এবং ves যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
Man-servant
Men-servants
Woman-servant
Women-servants
Lord-justice
Lords-justices
Knight-templar
Knights-templars
17. নিচের Noun গুলো প্রদর্শিত উভয়ভাবেই Plural করা হয়।

Singular
Plural
Singular
Plural
Calico
Calico,Calicoes
Penny
Pennies, Pence
Grotto
Grottos,Grottoes
Portico
Porticos,Porticoes
Genius
Geniuses, Genii
Index
Indexes, Indices
Beef
Beefs, Beeves
Shot
Shot, Shots
Cloth
Clothes, Cloths
Sail
Sails, Sail
Fish
Fish, Fishes
Staff
Staffs, Staves
18. শব্দের শেষের Man যদি ‘মানুষ’ না বোঝায় তবে s যোগ করে Plural হয়।

Singular
Plural
Singular
Plural
German
Germans
Norman
Normans
Mussalman
Mussalmans
Brahman
Brahmans
19. কিছু কিছু Noun এর Plural অনিয়মিত ভাবে হয়ে থাকে।

Singular
Plural
Singular
Plural
Agendum
Agenda
Oasis
Oases
Analysis
Analyses
Radius
Radii
Alumnus
Alumni
Syllabus
Syllabuses
Basis
Bases
Thesis
Theses
Formula
Formulas
Appendix
Appendices
Medium
Media
Parenthesis
Parentheses
Memorandum
Memoranda
Hypothesis
Hypotheses
20. অক্ষর, সংখ্যা, শব্দ-সংক্ষেপের Plural রূপ (‘) এবং s বা শুধু s দিয়ে গঠন করতে হয়।

Singular
Plural
Singular
Plural
T
T’s
B. A.
B. A.’s
I
I’s
7
7’s
MBA
MBA’s
P (Page)
PP (Pages)
M. A.
M. A.’s
L (Line)
LL (Lines)
21. কতগুলো Noun আছে যাদের Singular এবং Plural এর অর্থ ভিন্ন।

Singular
Plural
Singular
Plural
Advice উপদেশ
Advices সংবাদ
Iron লোহা
Irons শিকল
Air বাতাস
Airs গর্বিত
Return ফেরা
Returns বিবরণী
Corn শস্য
Corns পায়েরকড়া
Sand বালি
Sands মরুভুমি
Good মঙ্গল
Goods মালপত্র
Wood কাঠ
Woods বন
22. Airs (গর্বিত),  Goods (মালপত্র),  Goods (মালপত্র),  Returns (বিবরণী) এই সব অর্থে Word গুলো সবসময় Plural হয়।

23. Belongings (ব্যক্তিগত জিনিসপত্র), Savings (সঞ্চয়), Earnings (আয়), Surroundings (পরিবেশ), Vegetables (শাকসবজি) এই সব অর্থে Word গুলো সবসময় Plural হয়।

24. Aristocracy (কুলীন সম্প্রদায়), Artillery (আগ্নেয়াস্ত্র), Cattle (গোমহিষাদি), Clergy (যাজক সম্প্রদায়), Gentry (ভদ্র সম্প্রদায়), Nobility (কুলীন সম্প্রদায়), Mankind (মানুষ জাতি), Peasantry (কৃষক সম্প্রদায়), People (জনগণ), Perfumery (সুগন্ধি), Police (পুলিশ), Poultry (হাস-মুরগি), Public (জনসাধারণ), Government (সরকার), Tenantry (প্রজাকুল), Virmin (ইঁদুর), Majority (সংখ্যা গরিষ্ঠ), Cattle (গোমহিষ) গুলো দেখতে হলেও রূপে ব্যবহার হয়।

25. Bread (রুটি), Expenditure (খরচপত্র), Furniture (আসবাবপত্র), Scenery (দৃশ্য), Poetry (কাব্য), Machinery (যন্ত্রপাতি) প্রভৃতির কোন Plural রূপ নাই।

26. Brick (ইট), Hair (চুল), Fruit (ফল), Flower (ফুল), Alphabet (বর্ণমালা) প্রভৃতি সাধারণ অর্থে Plural হিসাবে ব্যবহার হয় না।

27. Gallows (ফাঁসিকাষ্ঠ), Mathematics (গণিত), News (সংবাদ), Physics (পদার্থবিদ্যা), Innings (ক্রিকেট ইনিংস), Optics (আলোক বিজ্ঞান), Smallpox প্রভৃতি দেখতে Plural হলেও এরা প্রকৃতপক্ষে Singular.

28. Alms (ভিক্ষা), Thanks (ধন্যবাদ), Complements (সম্পুরক), Regards (সম্মান), Principles (নীতি), Proceeds(আয়), Scissors (কাঁচি), Trousers (পাজামা) ইত্যাদি সবসময় Plural হিসেবে ব্যবহার হয়।

29. Word মানে যদি প্রতিজ্ঞা হয় তাহলে তার Plural হয় না।
যেমনBe true to your word.

30. আদেশ অর্থে Order সবসময় Plural হয়।
যেমনThe commander passed orders to the effect.

31. Wages (মজুরি), Summons (তলব) Singular ব্যবহার হয়।
যেমন – The wages she receives is grand.

32. True Singular: যে সব Noun এর শেষে s থাকে এবং ওই s অক্ষরটি Plural এর চিহ্ন নয় তাদের কে True Singular বলে। যেমন –  Alms (ভিক্ষা),  Summons (তলব), Eaves (ঘরের ছাইচ), Riches (ধন-সম্পত্তি) ইত্যাদি।

33. True Plural: যে সব Noun এর শেষে s থাকে এবং ওই s অক্ষরটি সত্যিকার ভাবে Plural এর চিহ্ন তাদের কে True Plural বলে। যেমন – Amends (ক্ষতিপূরণ), Means (উপায়), Odds (বাধাবিপত্তি), Annals (ইতিবৃত্ত), Remains (অবশেষে), Gallows (ফাঁসিকাষ্ঠ),   Innings (ক্রিকেট ইনিংস) ইত্যাদি।

34. Aborigines (আদিম অধিবাসী), Alms (ভিক্ষা), Annals (ইতিবৃত্ত), Assets (সম্পত্তি), Auspices (অনুকুল), Bellows (হাপর), Dregs (তলানি), Entrails (নাড়িভুঁড়ি), Environs (শহরতলি), Fetters (শিকল), Measles (হাম), Mumps (গলাফোলা), Nuptials (বিয়ে), Odds (বাধাবিপত্তি), Politics (রাজনীতি), Proceeds (আয়), Scissors (কাঁচি), Shears (কাস্তে), Spectacles (চশমা), Tidings (সংবাদ), Vitals (জীবনীশক্তি), Wages (মজুরী) ইত্যাদি Noun গুলোর কোন Singular রূপ নাই।

35. Apparatus (যন্ত্রপাতি), Cannon (কামান), Corps (সৈন্যদল), Deer (হরিন), Gross (১২ ডজন), Means (উপায়), Pice (পয়সা), Salmon (এক জাতীয় মাছ), Series (শ্রেণি), Sheep (ভেড়া), Species (জাতি), Swine (শুকর ছানা) ইত্যাদি Noun গুলোর Singular Plural রূপ একই থাকে।

36. Brace, Dozen, Fathom, Gross, Head, Pair, Yoke, Score, Hundred, Thousand ইত্যাদি Noun এর আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের Plural হয় না। যেমন – He gave me seven hundred taka.

37. Brace, Dozen, Fathom, Gross, Head, Pair, Yoke, Score, Hundred, Thousand ইত্যাদি Noun এর আগে যদি অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের Plural হয়। যেমন – He gave me several hundreds taka.

38. কোন Noun যদি Compound Word হয় এবং তাদের আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তবু ওইসব Noun এর হয় Plural না। যেমন – He gave me two taka note. I met a ninty year old woman.

39. নির্দিষ্ট পরিমাণকে একত্রে বোঝালে Singular Verb হয়ে থাকে। যেমন – One hundred taka is a good sum. Fifty miles is a long distance.

40. One-fourth, One-third ইত্যাদি একাংশ (যে ভগ্নাংশের লব ) ব্যতীত অন্য সকল ভগ্নাংশের ক্ষেত্রে Plural হয়। যেমন – Three-sevenths of the milk has been lost.

41. Adjective এর আগে The বসলে তা Plural Common Noun পরিণত হয়। যেমন – The poor are not always dishonest. The rich are not always happy.





PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE