Object একটি Sentence এর খুবই গুরুত্বপূর্ণ অংশ। অধিকাংশ ছাত্রছাত্রী Object সম্পর্কে পড়ে ও জানে কিন্তু তারা গভীর ভাবে জানেনা। আর সে জন্য তারা Grammar এ বিভিন্ন রকম সমস্যায় পড়ে। তাই আজকে আমরা এই Chapter এ Object নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
Object কাকে বলে?
Subject যে উপাদান বা বস্তু নিয়ে তার কর্ম সম্পাদন করে তাকে Object বলে। Verb এর কাছে ‘Whom’ বা ‘What’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে Object বলে। এবং Object এর সাহায্য নিয়ে Subject তার কাজ সম্পূর্ণ করে। (After asking a verb with ‘Whom’ or ‘What’ the
answer we get is called an object. And a subject complete its function with
the help of an object) যেমন-
Boys see the cow.
I am
eating food.
They saw him.
Note: অধিকাংশ সময় Object কে Verb এর পরে বসতে দেখা যায়। তবে এটি মাঝে মাঝে Sentence এর শুরুতে বসে ওই Sentence এর কোনো অংশের উপর জোর প্রদান করে। আমাদের এটাও মনে রাখেতে হবে যে সমস্ত Object কিন্তু Complement নয়, অন্যদিকে Completemt
সমস্ত Object হয়।
Object এর প্রকারভেদ: Object প্রধানত দুই প্রকার।
(i) Direct Object: Sentence এ যে সমস্ত Object কোনো নামকে নির্দেশ করে তাকে Direct Object বলে। (This
usually denotes the name of something) যেমন-
He gave
me a pen.
I see the sea.
They
killed the bird.
(ii) Indirect Object: Sentence এ যে সমস্ত Object কোনো ব্যক্তির নামকে নির্দেশ করে এবং ওই ব্যক্তিকে কোনো কিছু দেওয়া বা ওই ব্যক্তির সাথে কোনো কিছু হওয়া বোঝায় তাকে Indirect
Object বলে। (This usually
denotes the name of person to whom something is given or for whom something
is done) যেমন-
They
killed him.
He called me.
I like them.
Object এর অন্যান্য প্রকারসমুহঃ
(i) Single Object: যখন কোনো Sentence এ একটি মাত্র Object ব্যবহৃত হয় তখন তাকে Single Object বলে। (Single Object means single in number in a
sentence) যেমন-
I want the book.
He got a letter.
(ii) Double Object: যখন কোনো Sentence এ দুটি Object ব্যবহৃত হয় তখন তাকে Double Object বলে। (Double Object means double in number in a
sentence) যেমন-
He told us a secret.
The teacher
asked him a question.
(iii) Cognate Object: Intransitive
Verb কিছু কিছু সময় এদের পরে কিছু Object গ্রহণ করে, যেগুলো মুলত Verb থেকে উৎপন্ন হয়। এ ধরনের Object কে Cognate Object বা সমধাতুজ কর্ম বলে। (Some Intransitive verbs take after them an object
similar to the verb. Such an object is called the Cognate Object) যেমন-
I slept a
sound sleep.
He has fought
a good fight.
She dreamt a
strange dream.
(iv) Factitive Object: কিছু কিছু সময় Transitive
Verb এর অর্থ পরিপূর্ণ করার জন্য অতিরিক্ত Object এর প্রয়োজন পড়ে। এই অতিরিক্ত Object
কে Factitive
Object বলে। (Sometimes
a transitive verb requires an additional object besides the usual ones to
complete the sense. This additional object is called the Factitive Object) যেমন-
We made
him king.
He called
me a fool.
I took
him prisoner.
(v) Reflexive Object/Personal Object/ Reflexive Dative: যখন Personal / Reflexive
Pronoun কোনো Sentence এর Intransitive Verb এর Object হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে Reflexive Object বলে। (In old
English, sometimes an intransitive verb would be followed by an object of the
personal pronoun having the same person as the subject. This object was
called Reflexive/Personal Object or Reflexive Dative) যেমন-
Sit thee down.
She saw herself in the water.
He
killed himself.
(vi) Dative of Interest: যখন Indirect Object কোনো Verb এর পরে বসে ওই Sentence এ একই বেক্তি সম্পর্কে কিছু বলে তখন তাকে Dative Of Interest বলে। (The
indirect object which is sometimes placed after verbs, usually taking either
no object or only a direct object, in order to express the interest of the
same person in the action of the verbs, is called the Dative of Interest or
Ethical Dative) যেমন-
Pluck me a flower.
Bring me a glass of water.
Build her a house.
(vii) Adverbial Object: কিছু কিছু সময় Noun একটি Sentence এ Adverb এর মত ব্যবহার হয়ে স্থান, সময়, পরিমাপ, ওজন ইত্যাদি প্রকাশ করে তাকে Adverbial Object বলে। (Sometimes a noun seemingly in the objective case
is used adverbially to denote distance, place, time, value, amount, weight,
manner, etc. This object is called the adverbial Object) যেমন-
He went home.
This will cost
fifty dollar.
This school is
one mile from here.
(viii) Retained Object: কিছু কিছু সময় Active Voice এ Transitive Verb দুটি করে Object গ্রহণ করে। এবং যখন Verb টি Change হয়ে Passive হয় তখন একটি Object হয় Subject , অন্যদিকে অপর টি হয় Retained Object. (Some transitive verbs take two
objects after them in the active voice. When the verb is changed into the
passive voice, one of the objects becomes the subject. But the other is still
retained as the object. The object which is retained is called the Retained
Object) যেমন-
He gave me
a book (Active Voice)
A book was
given me by
him (Passive Voice)
I was
given a book by him (Passive Voice)
Note: Here in the 2nd & 3rd sentence
‘me’ and ‘a book’ is the
retained object.
(ix) Complementary Object: কিছু Object আছে যারা ‘To Be’ এর পরে অতিরিক্ত Object হিসেবে বসে প্রথম Object কে নির্দেশ করে তাকে Complementary Object বলে। (There
are some objects which are placed after ‘to be’ as an additional objects and
indicate the first object, this additional object is called Complementary
Object. Actually complementary object is always a noun) যেমন-
Structure: (S
+ V + O + to be + Com. Obj)
I know him to
be a doctor.
He thought me
to be a mad.
They found him
to be a thief.
|