Learn English Grammar Easy From Online

Pages

Practice Of The Day 01 To 05


Practice Of The Day 1

Ø শুভ সকাল বাবা। = Good morning, dad.
Ø শুভ সকাল পুত্র। = Good morning, my son.
Ø শুভ বিকাল মা। = Good afternoon, mummy.
Ø শুভ বিকাল কন্যা। = Good afternoon, my daughter.
Ø শুভ সন্ধ্যা = Good evening, uncle.
Ø শুভ সন্ধ্যা কাকিমা। = Good evening, aunty.
Ø শুভ সন্ধ্যা = Good evening, my child.
Ø শুভ রাত্রি। = Good night.
Ø সুখে নিদ্রা যাও। = Sweet dreams, darling.
Ø আজকের মত তাহলে আসি স্যার। = Good day to you, sir.
Ø যাই বাচ্চারা। = Good bye, children.
Ø যাচ্ছি/বিদায়। = Bye, Bye.
Ø বিদায় প্রিয়। = Farewell, my love.
Ø আচ্ছা, আবার দেখা হবে। = Hope to see you again.

Practice Of The Day 2

Ø দয়া করে সময় টা বলবেন? = Time please/ What is the time please?
Ø দয়া করে একটা কলম দিবে? = May I have your pen please/ Your pen please.
Ø অনেক ধন্যবাদ। = Many thanks/ Thank you very much.
Ø ঠিক আছে। = It’s all right.
Ø আর এমন কি। = No mention.
Ø সব ঠিক আছে। = It’s fine.
Ø আমার আনন্দ = My pleasure.
Ø আপনাকে অভিনন্দন = You are welcome.
Ø আমাকে করতে দিন। = Allow me….
Ø আপনি আগে। = After you.
Ø দুঃখিত = Sorry.
Ø মাফ করবেন। = Excuse me/ Please excuse me.
Ø অবশ্যই। = Of course.
Ø ভুল হয়ে গেছে। = It was all by mistake.
Ø আমি দেরি করে ফেলেছি। = I got a little late.
Ø আমি সময় মত এটা করতে পারিনি। = I couldn’t made it that day.
Ø কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা চাইছি। = Sorry to have disturb you.
Ø মাফ করবেন। = I beg your pardon.
Ø আপনি যদি অনুমতি দেন তো বলি। = Allow me to say.
Ø আপনি যদি এদিকে একটু নজর দেন। = May I have your attention please.
Ø সবই আপনার জন্য। = It’s all yours.
Ø আমি কি কিছু বলতে পারি? = Will you please permit me to speak.
Ø আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? = Let me also help you.
Ø একটু সরে বসবেন? = Will you please move.
Ø একটু আস্তে বলবেন? = Will you please speak slowly.
Ø দয়া করে এক গ্লাস পানি দিবে?
=Give me a glass of water please/ A glass of water please.

Practice Of The Day 3

Ø বাঃ বেশ। = Marvelous!
Ø সাবাস। = Well done!
Ø বাঃ সুন্দর। = Beautiful!
Ø আরে [তাই নাকি?] = Oh!
Ø হায়! = My God!
Ø সুন্দর হয়েছ তো! = Done wonderfully!
Ø নিশ্চয়ই! = Of course!
Ø ঈশ্বরকে ধন্যবাদ! = Thank God!
Ø ঈশ্বরের কৃপাতে! = By God grace!
Ø ঈশ্বর তোমার মঙ্গল করুন! = May God bless you!
Ø আপনাকেও/ তোমাকেও! = Same to you.
Ø খুবই সুন্দর! = Excellent!
Ø খুব দুঃখের ব্যাপার! = How sad!
Ø খুব খুশির খবর! = How joyful!
Ø অভূতপূর্ব বিজয়! = What a great victory!
Ø হে আল্লাহ্‌! = Good Heavens!
Ø এইযে শুনুন/ শুনুন = Hello!
Ø একটু তাড়াতাড়ি! = Hurry up, please!
Ø কি ভীষণ/ কি ভয়ানক! = How terrible!
Ø ছিঃ খুব পরিতাপের বিষয়! = How disgraceful!
Ø অসম্ভব! = How absurd!
Ø কি আস্পর্ধা! = How dare he!
Ø কি মিষ্টি! = How sweet!
Ø কি সুন্দর! = How lovely!
Ø তুমি কথা বলার সাহস কি করে পাও! = How dare you say that!
Ø ওরে বাবা! = Oh dear!
Ø তাড়াতাড়ি কর/ চল! = Hurry up!
Ø চুপ করুন! = Quiet please/ please keep quiet!
Ø ঠিকই তো! = Yes, it is!
Ø সত্যি! = Really!
Ø তাই নাকি! = Is it!
Ø ধন্যবাদ = Thanks.
Ø ঈশ্বরের অসীম কৃপা! = Thank God!
Ø এই দিন বার বার ফিরে আসুক! = Many happy returns of the day!
Ø আমি জিতে গেছি! = Hurrah! I have won!
Ø আপনার সুস্বাস্থ্য কামনা করি! = For you good health!
Ø অভিনন্দন! = Congratulations!
Ø কি বাজে বকো! = What nonsense!
Ø কি লজ্জার কথা! = What a shame!
Ø সর্বনাশ! = How tragic!
Ø হঠাৎ যে! =  What a surprise!
Ø অদ্ভুত! = Wonderful!
Ø ছিঃ! = How disgusting!
Ø সাবধান! = Beware!
Ø কি দুঃখ! = What a pity!
Ø কি বুদ্ধি! = What an idea!
Ø আসুন, আসুন! = Welcome, Sir!

Practice Of The Day 4

Ø আমি এই আসছি = Just coming.
Ø বেশ/ খুব ভাল। = Very well.
Ø ঠিক আছে। = It’s fine/ Very fine.
Ø আপনি যা বলেন/ আপনার যেমন ইচ্ছে = As you like/ As you please .
Ø আর কিছু [বলার আছে] = Anything else?
Ø থাক থাক যথেষ্ট হয়েছে। = That’s enough.
Ø সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ = Thanks for this honour
Ø আচ্ছা। = O. K.
Ø কেন হবেনা? / কেন নয়? = Why not?
Ø একটুও না। = Not a bit.
Ø আচ্ছা চলি। = Ta- Ta-
Ø কাল দেখা হবে। = See you tomorrow.
Ø হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ইYes, by all means.
Ø অনেক হয়েছে। = Too much.
Ø হাঁ, মশাই। = Yes  sir!
Ø কখনই নয়। = No, not at all,
Ø তাতে কি হয়েছে/ ঠিক আছে। = Never mind,
Ø [বলার] আর কিছুই নেই। = Nothing more.
Ø তেমন/ বিশেষ কিছু নয় = Nothing special.
Ø আসুন, আসুন! = Welcome!
Ø আমার উপর ভরসা করতে পারেন। = Rest assured.
Ø বিদায়! = Good bye!
Ø আবার আসবেন। = Bye-bye.
Ø একটুও নয়! = Not the least.
Ø থামো। = Stop.
Ø বলো। = Speak.
Ø শোন। = Listen.
Ø এখানে অপেক্ষা কর। = Wait here.
Ø এদিকে এসো।= Come here.
Ø এদিকে দেখো = Look here.
Ø এই নাও। = Take it.
Ø কাছে এসো। = Come near.
Ø বাইরে অপেক্ষা করো = Wait outside.
Ø ওপরে যাও = Go up.
Ø নিচে যাও = Go down.
Ø নেমে যাও/ নামো। = Get down.
Ø তৈরি হয়ে নাও = Be ready.
Ø চুপ কর। = Keep quiet.
Ø সাবধান। = Be careful.
Ø আস্তে আস্তে যাও। = Go slowly.
Ø এখনি যাও। = Go at once.
Ø এখানে থামো = Stop here.
Ø সোজা চলে যাও। = Go straight.
Ø এখান থেকে চলে যাও। = Go away.
Ø ভালো করে পরিস্কার কর। = Clean properly.
Ø যেয়ো না। = Don’t go.
Ø ভুলো না। = Don’t forget.
Ø এটাকে ভেঙো না। = Don’t break it.
Ø আমায় জ্বালাতন করো না। = Don’t trouble/don’t tease me.
Ø আর একবার চেষ্টা করে দেখো = Try again.
Ø শুরু করুন। = Go ahead.
Ø ড়ো না। = Don’t move.
Ø সালাম/সুপ্রভাত/শুভরাত্রি/শুভবিকাল। = Good mourning/after noon/evening/night.

Practice Of The Day 5

Use of Do/Does

Ø তুমি কী ইংরেজি পড়ো? = do you read English?
Ø হাঁ, আমি পড়ি। = Yes, I do.
Ø লতা কী তোমাদের বাড়ি আসে? = Does Lata come to your house?
Ø হাঁ কখনও কখনও আসে। = Yes, she comes sometimes.
Ø অন্য বন্ধুরাও কী আসে? = Do other friends come to you?
Ø নিশ্চয়ই, অন্যরাও আসে। = Yes, others also come.
Ø তুমি কী ঢাকা থাকো? = Do you stay in Dhaka?
Ø না আমি যশোর থাকি। = No, I stay in Jessore.

Use of Am/Is/Are

Ø তুমি কী এই বইটাই চাও? = Is this the book you are looking for?
Ø হাঁ, এই বইটাই চাই। = Yes, this is it.
Ø খুকুও কি এই বই পড়ছে? = Is Khuku reading the same book?
Ø না সেটা অন্য বই। = No, that is different one.
Ø তুমি কি এখন বাজারে যাচ্ছ না? = Are you not going to the market?
Ø না আমি এখন যাচ্ছি না। = No, I am not.
Ø তোমার বাবা কি সরকারী কাজ করেন? = Is your father is a government service?
Ø না, ব্যবসা করেন। = No, he is a businessman.
Ø আমি কি ঠিক? = Am I right?
Ø হাঁ, অবশ্যই। = Yes, of course.

Use of Have/Has

Ø তুমি কি হেনা কে কোন চিঠি লিখেছ? = Have you written any letter to Hena?
Ø হাঁ, আমি তাকে চিঠি লিখেছি। = Yes, I have written to her.
Ø হেনা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? = Has Hena replied to your letter?
Ø না, দেয় নি। = No, she has not.
Ø খেয়েছ? = Have you taken your meals?
Ø তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? = Did you go to his house?
Ø না এখনও যাওয়া হয়নি। = No, I have yet to go.
Ø না সকালে জলখাবারটা বেশ হয়ে ছিল।
=No, I had a heavy breakfast in the morning.

Use of Has been/Have been

Ø তুমি সকাল থেকে কি করছ? = What have you been doing since morning?
Ø হাঁ, থেমে থেমে হচ্ছে। = Yes, it has been raining, but intermittently.
Ø জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? = Has the water been boiling for long?
Ø না, এই অল্পক্ষণ ধরে ফুটছে। = No, it has been boiling only for a little time.
Ø আমি সকাল থেকে এই বইটা পড়ছি।
=I have been reading this book since morning.
Ø কাল থেকেই কি এখানে বৃষ্টি হচ্ছে?
=Has it been raining here also since yesterday?


PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE