Practice Of
The Day 45
About Motivate
Ø তুমি কি কি উপস্থাপনায় দক্ষ? - Are you good at presentation?
Ø নিজের ওপর বিশ্বাস রাখ - Believe in yourself
Ø চালিয়ে যাও - Carry on
Ø মূল বিষয়ে আসো - Come to the point
Ø ভয় পেয়ো না - Don’t be afraid
Ø ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে
=He got the job because of being skilled in English
Ø সে তার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল
=He kept trying to achieve his target
Ø তার হাতের লেখা ভাল - He writes a good hand
Ø এটা সমাধান করা যেতে পারে - It can be solved
Ø এখন কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার সময় - It is time to decide what to do
Ø এখন জ্ঞান অর্জন করার সময় - It's time to accept knowledge now
Ø এটা কঠোর পরিশ্রম করার সময় - It's time to work hard
Ø এবার আমার কাজটি শেষ করার পালা - It’s my turn to complete the work
Ø চলো শুরু করি - Let’s get started
Ø এসো বিনিময় করি - Let’s share
Ø ওহ! আমি তোমার যন্ত্রনা বুঝতে পারছি - Oh! I can feel your pain
Ø এটা একটা ভালো প্রচেষ্টা - That’s a good effort
Ø যত দিন বাঁচি তত দিন শিখি - We learn from womb to tomb
Ø তোমাকে স্মার্ট হতে হবে - You have to be smart
Ø তোমাকে শিখতে হবে - You have to learn
Practice Of
The Day 46
About Ownself
Ø সত্য কথা বলতে কি, আমি খুব ব্যস্ত - As a matter of fact, I’m very busy
Ø আমি কি তোমার হেডফোন পেতে পারি? - Can
I have your headphone?
Ø ভাবতে পারো আমি এখন তোমাকে কি বলবো?
=Can you guess, what I going to tell you now?
Ø আমি কি কার তোয়াক্কা রাখি? - Do I care for anybody?
Ø একটা কথাও আর বলবে না - Don’t say another word
Ø আপনারা যারা আমাকে এখনো চিনেন না, আমি হলাম ...
=For those of you who don’t know me yet, I am …
Ø সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবীও বলতে পারে
=He can speak in English as
well as Arabic
Ø সে তাহাজ্জুদ নামাজের মধ্যে নিমগ্ন ছিল - He was lost in her Tahazzud Salat
Ø হ্যালো, আমার নাম জন রবার্ট - Hello, my name is John Robert
Ø হাই, আমি জন - Hi, I'm John
Ø তুমি কোন সাহসে বল! - How dare you say so!
Ø তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো? - How long are you waiting?
Ø আমি একজন ভালো রাঁধুনে - I am a good cook
Ø আমি তার চক্ষুশূল - I am an eyesore to him
Ø আমি আনন্দিত - I am delighted
Ø তোমাকে আমার ভালো লাগে - I am fond of you
Ø আমি মিশিগান’এর বাসিন্দা। - I am from Michigan.
Ø আমি থাকি টরোন্টো, কানাডায় - I am from Toronto, Canada
Ø আমি দুপুরের খাবারে যাচ্ছি - I am going to have lunch
Ø আমি অংকে দক্ষ - I am good at Math
Ø আমি দাবা খেলায় পারদর্শী - I am good at playing chess
Ø আমি একরকম আছি - I am so so
Ø আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত - I am used to working hard
Ø আমি আমার কম্পিউটারে কাজ করছি - I am working on my computer
Ø আমি কিছুটা ইংরেজী বলতে পারি - I can speak a little bit of English
Ø মহাবিশ্বের বিশালতা সম্পর্কে আমি চিন্তা না করে পারি না
=I can’t help thinking the
massiveness of the universe
Ø আমি আর তোমাকে সহ্য করতে পারছি না - I can’t tolerate you
anymore
Ø আমি নিউ ইয়র্ক থেকে এসেছি - I come from New York
Ø আমি রোমান্টিক মুভি দেখা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারি না
=I couldn’t stop watching romantic movie
Ø তোমার অনুভুতিতে আঘাত লাগুক আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to hurt your
feelings
Ø তুমি একা থাক আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to leave you alone
Ø তুমি বাদ পড় আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to leave you out
Ø আমার সাথে থাকতে হবে আমি আসলে এরকম কিছু বলতে চাইনি
=I didn't mean to stay you
with me
Ø আমি মানি না - I do not agree
Ø আমি তোমার মত এত ইংরেজি জানি না - I don't know English as
much as you
Ø আমি মিথ্যেবাদী লোক একদম পছন্দ করি না! - I don't like liar at all!
Ø আমার খেতে ইচ্ছা করছে না - I don’t feel like eating
Ø আমি তোমার মতো এতো টিভি দেখি না - I don’t watch TV as much
as you
Ø আমার এক কাপ দুধ খেতে ইচ্ছে করছে - I feel like a cup of milk
Ø আমার করতে ইচ্ছা করছে - I feel like doing
Ø আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে - I feel like getting wet in the rain
Ø আমি হকারকে দিয়ে সংবাদপত্রটি আনি - I get the hawker to bring
the newspaper
Ø আমি দাওয়াত খেতে গিয়ে অসুস্থ হয়ে পরেছিলাম
=I got sick while at the party/invitation
Ø আমার কিছু টাকা জমাতে হবে - I got to save some money
Ø আমি আইটি’র উপর স্নাতক করেছি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে
=I graduated in IT from the
University of London
Ø আমার মনে হয় সে মিথ্যা বলছিল - I guess he was lying
Ø আমার মনে হয় সে আসবে - I guess he will come
Ø আমি খুব কম সময়ই কফি খাই - I hardly take coffee
Ø আমি খুব কম সময়ই টিভি দেখি - I hardly watch Television
Ø আমার মাথা ধরেছে - I have a bad headache
Ø আমার ক্ষুধা নেই - I have a poor appetite
Ø আমি ইতিমধ্যে বইটি পড়েছি - I have already read the
book
Ø আমি যা বল্বার বলেছি - I have had my say
Ø আমি জামা পরিষ্কার করিয়ে নিয়েছি - I have my shirt washed
Ø আমার প্রচুর সময় আছে - I have plenty of time
Ø তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে
=I have something special
to show you
Ø তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে - I have something to explain you
Ø তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে - I have something to send you
Ø তোমাকে আমার কিছু শেয়ার করার আছে - I have something to share with you
Ø তোমাকে আমার কিছু বলার আছে - I have something to tell
you
Ø আমাকে যেতে হবে - I have to go
Ø আমি এখনো এটা শেষ করিনি - I haven’t finished it yet
Ø আশা করি পরিষ্কার হয়েছে - I hope that’s clear
Ø আমি এই বিষয়ে কিছুই জানিনা - I know nothing in this connection
Ø আমি বই পড়তে পছন্দ করি - I like reading books
Ø আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি
=I like reading books and love to swim
Ø আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি।
=I like to paint in my spare time.
Ø আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই
=I like to shop when I’m free
Ø আমি শিকাগোতে থাকি। - I live in Chicago
Ø আমার পদে পদে বিপদ - I meet with danger at
every step
Ø আমার একটি বই ক্রয় করা দরকার - I need to buy a book
Ø আমার স্থানটা ত্যাগ করা দরকার - I need to leave the place
Ø আমি একটু বেশি ঘুমিয়েছিলাম - I overslept
Ø আমি গরম কফির চেয়ে ঠান্ডা কফি বেশি পছন্দ করি
=I prefer hot coffee to cold coffee
Ø আমি দ্রুত দৌড়ালাম যেন ট্রেনটি ধরতে পারি
=I ran fast so that I could
catch the train
Ø আমি এখানে বেশিক্ষণ থাকব না - I shall not stay here long
Ø আমার প্রোগ্রামিং শেখা উচিত ছিল - I should have learnt
programming
Ø আমার বিশ্বাস আমি বুঝতে পেরেছি - I trust I make myself clear
Ø আমি আমেরিকায় বাস করতাম - I used to live in America
Ø চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম - I was about to catch the thief
Ø ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম - I was about to catch the train
Ø আমি তো প্রায় মরেই গিয়েছিলাম - I was about to die
Ø আমি সেপ্টেম্বরে জন্মগ্রহন করি - I was born in September
Ø আমি মাসের ৭ তারিখে জন্মগ্রহন করি - I was born on the 7th of the month
Ø আমি কিছুটা ব্যস্ত ছিলাম - I was somewhat busy
Ø সে মূহুর্তে আমার মাথা ঠিক ছিল না - I went off my head on that
moment
Ø আমি নিউমার্কেটে গিয়েছিলাম, তারপর গাউসিয়া মার্কেটে
=I went to the Newmarket,
and then went to the Gausia market
Ø আমি করতে পারবো - I will be able to do
Ø আমি তোকে মেরে তক্তা বানাবো - I will beat you black and blue
Ø আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করব না
=I will not participate in this competition
Ø আমি আসতে পারবো না - I won’t be able to come
Ø আমি এসব আদৌ সহ্য করবো না - I won’t tolerate all this at all
Ø কি বলব ভেবে পাচ্ছিনা - I'm at a loss
Ø আমি এখানে ড্রাইভিং শিখতে এসেছি - I'm here to learn driving
Ø আমি এখানে পানির বিল পরিশোধ করতে এসেছি - I'm here to pay the water
bill
Ø আমি এখানে পুরস্কার গ্রহন করতে এসেছি - I'm here to receive my award
Ø এটা সমাধান করা যেতে পারে - It can be solved
Ø এখন বিদায় জানানোর সময় - It's time to say goodbye
Ø আচ্ছা ঠিক আছে, আমি নিজেই পারব। - It’s all right, I can manage.
Ø এবার আমার সবকিছু শিখে নেওয়ার পালা - It’s my turn to learn everything
Ø এবার আমার পালা দুপুরের খাবারের বিল পরিশোধের - It’s my turn to pay for lunch
Ø এবার আমার পালা একটা গান গাওয়ার - It’s my turn to sing a song
Ø আমি ২ মিনিটের মধ্যে আসছি - I’ll be back in 2 minutes
Ø আমি এখনই আসব। - I’ll be right back.
Ø আমার বয়স ২৩ বছর। - I’m 23 years old.
Ø আমি একজন ছাত্র। - I’m a student.
Ø শুনে খুশি হলাম - I’m glad to hear that
Ø আমি আগামীকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি
=I’m going to buy a laptop tomorrow
Ø আমি আমার কলেজের দিকে যাচ্ছি - I’m going towards my college
Ø নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে
=I’m having a hard time implementing a new design
Ø যন্ত্রটি পরিচালনা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে
=I’m having a hard time
operating the machine
Ø তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে
=I’m having a hard time spending with you
Ø আমি সমস্যায় আছি - I’m having trouble
Ø আমি সত্যিই কৃতজ্ঞ - I’m really grateful
Ø তোমার অবস্থা দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে - I’m terribly sorry to see
your state
Ø আমার নিজস্ব কিছু টেকনিক আছে। - I’ve my own chemistry.
Ø জন, আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন
=John, tell me a little bit
about yourself
Ø তাকে যাইতে দাও - Let him go
Ø আমাকে আপনার ফোনটি পরীক্ষা করতে দিন - Let me check your phone
Ø আমাকে শেষ করতে দাও - Let me finish
Ø আমাকে এখন ঘুমাতে দিন আমি আপনার সাথে পরে দেখা করব
=Let me sleep now I will
meet you later
Ø আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন - Let me take my own decisions
Ø আমাকে চেষ্টা করতে দাও - Let me try
Ø আমাকে এখন কাজ করতে দিন আমি আপনার সাথে পরে দেখা করব
=Let me work now I will meet you later
Ø চলো রাতের খাবার খাই - Let’s have dinner
Ø এসো বিনিময় করি - Let’s share
Ø চলো হাটা যাক - Let’s take a walk
Ø আমার জন্মদিন সেপ্টেম্বরের ৭ তারিখ
=My birthday is on
September the 7th
Ø বাবা আমাকে গাড়ি ব্যবহার করতে দিলেন
=My dad let me use the car./ My dad permitted me to
use the car
Ø আমার চুল কাটার দরকার - My hair need cutting
Ø আমার নাম পেট্রিসিয়া। - My name is Patricia.
Ø আমার ঘড়িটা মেরামত করা দরকার - My watch needs repairing
Ø ওহ! আমি তোমার যন্ত্রনা বুঝতে পারছি - Oh! I can feel your pain
Ø ঐ দেখ ভুলেই গিয়েছিলাম - Oh! I forgot to mention
Ø ওহ, কি হতাশাজনক! - Oh, how upsetting!
Ø আরও একটু থাকুন না - Please stay a little more
Ø দয়া করে আমাকে রবার্ট ডাকুন - Please, call me Robert
Ø জামাটা আমার গায়ে লাগে না - The coat does not fit me
Ø মোবাইলটি মেরামত করতে হবে - The mobile has to be repaired
Ø মূল বিষয়টি হচ্ছে আমার কাজটি শেষ করতে হবে
=The point is that I have to finish the task
Ø খরচ করার মত আমার কাছে কিছুই নেই - There’s nothing I can
spend
Ø আমি এখানে প্রথমবার এসেছি - This is the first time I
have been here
Ø এই সেই পুলিশ - This is the very police
Ø আমরা একটা বাইক কিনতে যাচ্ছি - We are going buy a bike
Ø কি হতো যদি সে আমার জন্য স্টেশনে অপেক্ষা করতো?
=What if he was waiting at the station for me?
Ø কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
=What if I didn't understand the problem?
Ø কি হতো যদি আমি বাসটি মিস করতাম? - What if I miss the bus?
Ø কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত? - What if someone saw me?
Ø কি যা তা বলছেন আপনি? -
What the hell are you talking about?
Ø কবে যে বেতন পাবো? - When on earth will I get my salary?
Ø কোথায় ছিলে - Where have you been?
Ø কেন মাথা খারাপ করছেন? - Why are you losing your temper?
Ø ইদানিং তোমাকে দেখাই যায় না - You are hardly seen these
days
Ø আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি - You are hiding something
back to me
Ø তুমি আমাকে খুবই কম ভালোবাস - You hardly love me
Ø তুমি আমাকে হতাশ করেছো - You have disappointed to
me
Ø তুমি এটা নিতে পারো - You may take this
Practice Of
The Day 47
About Present Giving & Receiving
Ø বলোতো, তোমার জন্য কি এনেছি আমি! - Guess what I bought you!
Ø শুভ বার্ষিকী! এই যে তোমার জন্য ছোট একটা উপহার
=Happy Anniversary! Here's a little present for you.
Ø শুভ জন্মদিন। এই যে ছোট একটা উপহার তোমার জন্য
=Happy Birthday! Here's a little gift for you
Ø এটি আমাদের তরফ থেকে ছোট একটি প্রয়াস
=Here is a token of our appreciation
Ø তোমার হাত বাড়িয়ে দাও এবং চোখ বন্ধ কর
=Hold out your hands and close your eyes!
Ø আমি তোমার জন্য উপহার আনি নি - I didn't get you a present
Ø আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আশা করি তোমার তা ভালো লাগবে
=I got you something. I hope you like it
Ø আমার খুব পছন্দ হয়েছে এটি। আমি এখনই এটি পরবো / ঝুলিয়ে দিবো
=I love it! I'll put it on
/ hang it up immediately
Ø আমি ভেবেছিলাম তুমি হয়তো এটি পছন্দ করবে - I thought you might like
this
Ø আমি তোমাকে এই উপহারটা দিতে চাচ্ছি
=I'd like to give you this present / gift
Ø তোমার যদি এটি ভালো না লাগে তুমি এটি পরিবর্তন করতে পারবে যেকোনো সময়
=If you don't like it, you
can always change it
Ø এটা সুন্দর, ধন্যবাদ - It's lovely, thank you
Ø এটা খুবই সামান্য একটি জিনিস - It's only something small
Ø এটা খুবই নগণ্য একটি জিনিস। কিন্তু আমি আশা করছি তুমি এটি পছন্দ করবে
=It's only something small,
but I hope you like it
Ø এমন একটা জিনিস আমি সব সময় চেয়েছি - It's something I've always wanted!
Ø দেখো আমি তোমার জন্য কি এনেছি! - Look what I have for you!
Ø সে তাকে সুন্দর একটা উপহার দিয়েছে - She gave him a nice present
Ø ধন্যবাদ! এটি সুন্দর - Thank you! It's beautiful
Ø এটা সেই উপহার যেটা আমরা তোমাকে দিয়েছিলাম
=This is a present that we got you
Ø ঠিক এটাই চাচ্ছিলাম আমি - This is exactly what I
needed
Ø এটি তোমার জন্য - This is for you
Ø ওয়াও! উপহারটা খুবই চিন্তাপ্রসূত! - Wow! What a thoughtful present!
Ø কি দরকার ছিলো (উপহার দেয়ার)! - You shouldn't have!
Practice Of
The Day 48
About Reception
Ø আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি?
=Can
I ask whom I’m speaking to, please?
Ø আমি কি দয়া করে একটা বার্তা রাখতে পারি? - Can
I leave a message, please?
Ø আমি কি এক মিনিটের জন্য আপনাকে হোল্ডে (কথা না বলে ধরে রাখা) রাখতে পারি?
=Can I put you on hold for a minute?
Ø আপনি কি এক মিনিটের জন্য ধরবেন দয়া করে? আমি অন্য একটা কলের মধ্যে আছি
=Can you please hold for a
minute? I have another call
Ø আমি কি জানতে পারি আপনি কোন কোম্পানিতে আছেন?
=Could I ask what company you’re with?
Ø আপনি কি দয়া করে একটু ধরবেন? - Could you
hold on a moment, please?
Ø আপনি কি আরেকবার বলবেন ওটা দয়া করে?
=Could you repeat that, please?
Ø দয়া করে আরেকটু ধীরে কথা বলবেন?
=Could you
speak a little more slowly, please?
Ø আপনি কি দয়া করে তাকে বলতে পারবেন যে আমি কল দিয়েছিলাম?
=Could you tell him that I called, please?
Ø কিছু মনে না করলে কয়েক মিনিট অপেক্ষা করবেন?
=Do you mind waiting a few minutes?
Ø তার কাছে কি তোমার নাম্বার আছে? - Does she have your
number?
Ø আগে আসলে আগে পাবেন ভিত্তিতে - First come first serve basis
Ø শুভ বিকাল, স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
=Good afternoon, sir. How can I help you?
Ø একটু ধরুন। আমি আপনাকে লাইনটা ধরিয়ে দিচ্ছি
=Hang on a moment. I’ll put you through
Ø এক সেকেন্ড ধরুন। আমি তাকে দিচ্ছি - Hang on one second. I'll get him
Ø হ্যালো, হাসান বলছি - Hello, this is Hasan speaking
Ø এক মিনিট ধরুন - Hold on a minute
Ø দয়া করে একটু সংযোগে থাকুন - Hold the line, please
Ø ওটার বানানটা কিভাবে করেন বলবেন দয়া করে?
=How do you spell that, please?
Ø কেমন যাচ্ছে? - How’s it going?
Ø আমি নিউ ইয়র্ক থেকে বলছি - I am calling from New York
Ø আমার তোমাকে ছাড়তে হবে এখন - I have to let you go now
Ø আমি জনের সাথে কথা বলতে চাই - I need to speak to John
Ø আমি তাকে বলবো আপনি কল দিয়েছিলেন - I'll let him know you called
Ø জনের সাথে কথা বলা যাবে - Is it possible to speak to John?
Ø এটি কি একেবারে সঠিক নাম / নাম্বার?
=Is that
definitely the right name/number?
Ø আমি তোমাকে একটু পরেই কল দিচ্ছি - I’ll call you back a little later
Ø কিছু দিনের মধ্যেই আমি আবার কল দিবো
=I’ll get in touch in a
couple of days.
Ø আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি - I’ll just put you through
Ø আমি আপনার কল স্থানান্তর করে দিচ্ছি এখন - I’ll just transfer you now
Ø আমি আসলে তোমাকে ঠিক মতো শুনতে পারছি না
=I’m afraid I can’t hear you very well
Ø আমার ইংরেজি তেমন ভালো না। আপনি কি একটু ধীরে কথা বলবেন দয়া করে?
=I’m afraid my English isn’t very good. Could you
speak slowly, please?
Ø টেলিফোন সংযোগটা মনে হচ্ছে বেশ খারাপ - I’m afraid the line is quite bad
Ø আমি খুবই দুঃখিত যে আমাদের এখানে এই নামে কেউ নেই
=I’m afraid there’s no one
here by that name
Ø আমি মিঃ ক্লার্কের পক্ষ থেকে বলছি - I’m calling on behalf of Mr. Clerk
Ø আমি দুঃখিত, তিনি আজকে অফিসে আসেন নি
=I’m sorry, he’s out of the
office today
Ø আমি দুঃখিত, নাটালি আজকের মতো চলে গেছে
=I’m sorry, Natalie has
left for the day
Ø আমি দুঃখিত, তিনি এই মুহূর্তে নেই
=I’m sorry, she’s not available at the moment
Ø আমি দুঃখিত, তিনি অন্য একটা কলে ব্যস্ত আছেন
=I’m sorry, she’s on
another call
Ø দয়া করে একটু ধরুন - Just a moment, please
Ø আমি আপনাকে পড়ে শুনাচ্ছি - Let me read that back to you
Ø লিলি বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
=Lily speaking, how may I help you?
Ø আমি কি দয়া করে জানতে পারি আপনি কে বলছেন?
=May I ask
who’s calling, please?
Ø আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে?
=May
I have your name, please?
Ø আমার নাম পেট্রিসিয়া। - My name is Patricia.
Ø না, ধন্যবাদ (বার্তা রাখবে কিনা জানতে চাওয়ার পর)। আমি পরে কল করবো
=No, thanks. I’ll call back later
Ø একটু ধরুন দয়া করে। আমি সংযোগ নিয়ে দিচ্ছি
=One moment, please, I’m putting you through
Ø অনুগ্রহ করে বসুন - Please have a seat
Ø দয়া করে তাকে বলুন আমাকে পরে কল দিতে
=Please, ask him to call me back
Ø ওটা আরেকবার বলবেন দয়া করে? - Say
that again, pleases?
Ø দুঃখিত, আমি ওটা বুঝতে পারি নি - Sorry, I didn’t catch that
Ø দুঃখিত, আপনি এই মাত্র যা বললেন তা আমি বুঝতে পারি নি
=Sorry, I didn’t catch what you just said
Ø লাইনে দাঁড়ান - Stand in a queue
Ø ধরে রাখার জন্য ধন্যবাদ - Thank you for holding
Ø সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ - Thank you for your time
Ø কল করার জন্য ধন্যবাদ - Thanks for calling
Ø কল করার জন্য ধন্যবাদ। এখনকার মতো রাখি
=Thanks for calling. Bye for now
Ø আপনি যেই নাম্বারে সংযোগ চাচ্ছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।
=That line is engaged at
the moment.
Ø আপনি কি পরে কল করতে পারবেন দয়া করে?
=Could
you call back later, please?
Ø জন ব্রাউন বলছি - This is John Brown speaking
Ø তোমার সাথে কথা বলে ভালোই লাগলো
=Well, it was nice talking with you
Ø তোমার নাম কি? - What's your name?
Ø আপনি কোথা থেকে বলছেন? - Where are you calling from?
Ø কোথায় ছিলে - Where have you been?
Ø কে এটা? - Who
is it?
Ø আমি কার সাথে কথা বলছি? -
Whom am I speaking to?
Ø কে বলছেন, প্লিজ? - Who’s
calling, please?
Ø কে বলছেন? - Who’s speaking?
Ø আপনি কি কোনো বার্তা রাখতে ইচ্ছুক?
=Would you like to leave a message?
Ø আপনি কি দয়া করে একটু কথা বলবেন?
=Would you mind speaking up a bit, please?
Ø আপনি কি দয়া করে একটু বানানটা বলবেন?
=Would you mind spelling that for me, please?
Ø আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করেছেন
=You may have dialed the wrong number
|