What is a Subject and what is a Predicate?
প্রত্যেক Sentence এর দুটি অংশ থাকে-(1) Subject (উদ্দেশ্য) এবং (2) Predicate
(বিধেয়)।
(1) Subject: বাক্যে
যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে Subject বলে। (A subject of a sentence is a person or thing about
which something is said or written)
(2) Predicate: Subject সম্বন্ধে যা কিছু বলা
হয় তাকে Predicate বলে। (Predicate that says what the Subject does)
যে Sentence এ একটি Subject ও একটি Predicate থাকে তাকে Simple Sentence বলে।
নিচের Sentence গুলিতে Subject এবং Predicate অংশকে ভাগ করে দেখানো
হল।
Note: Subject
এবং Predicate সম্পর্কিত নিচের আরো
কিছু বিষয় জানা থাকা খুবই জরুরী।
(1) ক্রিয়া (Verb) যার দ্বারা সম্পন্ন হয় তা-ই Subject এবং Verb সহ Sentence এর অবশিষ্ট অংশই Predicate.
(2) কোনো Sentence এ Subject
সাধারণত Noun বা Pronoun হয়
এবং Predicate Part এ একটি Verb
থাকে।
(3) Imperative Sentence এ Subject (You) উহ্য
থাকে। যেমন – Do the work. সাধারণত Sentence এর শুরুতে Subject বসে। Subject ব্যতীত বাকি অংশ Predicate.
|