Learn English Grammar Easy From Online

Pages

Subject & Predicate

What is a Subject and what is a Predicate?

প্রত্যেক Sentence এর দুটি অংশ থাকে-(1) Subject (উদ্দেশ্য) এবং (2) Predicate (বিধেয়)।

(1) Subject: বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে Subject বলে। (A subject of a sentence is a person or thing about which something is said or written)

(2) Predicate: Subject সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে Predicate বলে। (Predicate that says what the Subject does)

যে Sentence এ একটি Subject ও একটি Predicate থাকে তাকে Simple Sentence বলে। নিচের Sentence গুলিতে Subject এবং Predicate অংশকে ভাগ করে দেখানো হল।

Sentence
Subject
Predicate
The dog barks (কুকুর ঘেউ ঘেউ করে)
The dog
barks
The baby laugh (শিশুটি হাসে)
The baby
laugh
The boy runs fast (বালকটি দ্রুত দৌড়ায়)
The boy
runs fast
We eat rice (আমরা ভাত খাই)
We
eat rice
He sings well (সে ভাল গান গয়)
He
sings well
He goes to school (সে বিদ্যালয়ে যায়)
He
goes to school

Note: Subject এবং Predicate সম্পর্কিত নিচের আরো কিছু বিষয় জানা থাকা খুবই জরুরী।

(1) ক্রিয়া (Verb) যার দ্বারা সম্পন্ন হয় তা-ই Subject এবং Verb সহ Sentence এর অবশিষ্ট অংশই Predicate.

(2) কোনো Sentence Subject সাধারণত Noun বা Pronoun হয় এবং Predicate Part এ একটি Verb থাকে।

(3) Imperative Sentence Subject (You) উহ্য থাকে। যেমন Do the work. সাধারণত Sentence এর শুরুতে Subject বসে। Subject ব্যতীত বাকি অংশ Predicate.

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE