Learn English Grammar Easy From Online

Pages

Practice Of The Day 06 To 10


Practice Of The Day 6 - 10

Use of Does/Do

Ø তুমি কি ইংরেজি পড়? - Do you read English
Ø হ্যাঁ, পড়ি। - Yes, I do.
Ø লতা কি তোমাদের বাড়িতে আসে? - Does Lata come to your house?
Ø হ্যাঁ, কখনো কখনো আসে। - Yes, She comes sometimes.
Ø অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে? - Do other friends come to you?
Ø নিশ্চয়, অন্যরাও আসে - Yes, sure others also come.
Ø তুমি কি ঢাকা থাকো? -  Do you stay in Dhaka?
Ø না আমি যশোর থাকি - No, I stay in Jessore.

Use of Is/Are/Am

Ø তুমি কি এই বইটা চাও? - Is this book you are looking for?
Ø হ্যাঁ এই বইটা চাই - Yes, this is it.
Ø কমলা কি এই বইটাই পড়ছে? - Is Kamala reading the same book?
Ø না, সেটা অন্য বই - No, that is different one.
Ø তুমি কি এখন বাজারে যাচ্ছ না? - Are you not going to the market now?
Ø না আমি এখন যাচ্ছি না - No, I am not.
Ø তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন?
=Is your father in government service?
Ø না তিনি একজন ব্যবসায়ী - No, he is a businessman.

Use of Have/Has

Ø তুমি কি রুমা কে কোন চিঠি লিখেছ? - Have you written any letter to Ruma?
Ø হ্যাঁ, আমি রুমাকে চিঠি লিখেছি - Yes, I have written to her.
Ø রুমা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? - Has Ruma replied to your letter?
Ø না, দেয়নি - No, she has not.
Ø খেয়েছ? - Have you taken your meals?
Ø না, সকালের নাস্তাটা বেশি হয়ে গিয়েছিল
=No, I had a heavy breakfast in the morning.

Use of Have Been /Has Been

Ø তুমি সকাল থেকে কি করছ? - What have you been doing since morning?
Ø আমি সকাল থেকে এই বইটা পড়ছি
=I have been reading this book since morning.
Ø কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে? - Has it been raining here also since yesterday?
Ø হ্যাঁ, থেমে থেমে হচ্ছে - Yes, it has been raining, but irremittenly.
Ø পানি কি অনেকক্ষণ ধরে ফুটছে? - Has the water been boiling only for long?
Ø না, এই অল্পক্ষণ ধরে ফুটছে - No, it has been boiling only for a little time.

Use of Did

Ø তুমি কি কাল খুব তাড়াতাড়ি উঠেছিলে? - Did you get up early yesterday?
Ø হ্যাঁ দিদিমণি, আমি সকাল সকাল উঠেছিলেম। - Yes madam, I got up early.
Ø তুমি পউরুটি আর মাখন খেয়েছিলে? - Did you have bread and butter?
Ø হ্যাঁ দিদিমণি, আমি খেয়েছিলাম। - Yes madam, I did.
Ø রজনি কি তোমার কাছে দুপুরে এসেছিল? - Did Rajani come to you at noon?
Ø আজ্ঞে না। - No, she didn’t.
Ø তুমি কি রচনাটি রাত্রে লিখেছিলে? - Did you write this essay at night?
Ø না, আমি লিখিনি, আমার ভাই লিখেছে। - No I didn’t write, but my brother did.

Use of Was/Were

Ø কাল কি তুমি বাজারে গিয়েছিলে? - Were you out for shopping yesterday?
Ø হ্যাঁ মাস্টার মহাশয়, গিয়েছিলাম। - Yes sir, I was.
Ø রমাও কি চলতে চলতে পড়ছিল? - Was Rama also reading while walking?
Ø না, কেবল শুনছিল। - No, she was just listening.
Ø না, আমার বোন গাইছিল। - No, it was my sister.
Ø তোমরা কি ইংরেজি পড়েছিলে? - Were you studying English?
Ø হ্যাঁ, আমরা ইংরেজি শিখেছিলাম। - Yes we were learning English.
Ø তুমি কি পথ চলতে চলতে বই পড়ছিলে না?
=Were you not reading book while walking?
Ø হ্যাঁ মাস্টার মহাশয়, আমি চলতে চলতে পড়ছিলাম।
=Yes sir, I was reading a book while walking.
Ø তোমার চাচী কি তোমাদের বাড়িতে গান গাইছিলেন?
=Was your aunt singing at your house?

Use of Had

Ø তুমি কি সিনেমা যাওনি? - Had you not gone to the cinema?
Ø না, আমি সিনেমা যাইনি। - No I had not.
Ø কি দোকান বন্ধ করে দিওএছিল? - Had he closed the shop?
Ø হ্যা, বন্ধ করে দিওএছিল। - Yes, he had
Ø কি তোমার সঙ্গে কাল পর্যন্ত দেখা করে নি? - Had he not met you till yesterday?
Ø না দেখা করে নি। - No, he hadn’t.
Ø কাল তুমি খেলতে যাওনি? - Had you not gone to play yesterday?
Ø না, কাল আমি খেলতে যাওনি। - No, I had not gone to play.

Use of Had been

Ø তুমি কি গতকাল দুঘণ্টা ধরে পড়েছিলে?
=Had you been studying for last two hours?
Ø হ্যা, কারণ আমি পড়া শেষ করে সিনেমাই যাওয়ার কথা ভাবছিলাম।
=Yes, because I had been planning to see a film after finishing my work.
Ø কারণ, সেও আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জিদ করছিল।
=Because, he had been also insisting on going with me for the film.
Ø কিন্তু, তোমার সঙ্গে রামও পড়ছিল কেন? 
=But, why ram also had been studying with you?

Use of Will/Shall

Ø তুমি কি খেলবে? - Will you play?
Ø না আমি খেলবো না - No, I won’t.
Ø তুমি কি কাল আসবে? - Will you come tomorrow?
Ø হ্যাঁ, আমি আসবো - Yes, I will come.
Ø তুমি কি রাত্রে এখানে থাকবে? - Will you be staying here tonight?
Ø না আমি ফিরে যাবো - No, I will go back.
Ø তুমি কি শুক্রবারের দিন রাজার সঙ্গে দেখা করবে?
=Will you see with Raja on Friday?
Ø না, আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব।
=No, I will wait for you at home.

Use of Will Be/Shall Be

Ø কাল সময় কি তুমি গাড়িতে থাকবে?
=Will you be in the train at this time tomorrow?
Ø না, আমি সে সময় যশোর পৌঁছে যাবো হয়ত
=No, I will be about reach Jessore at this time.
Ø কাল কি সময় আমরা ম্যাচ খেলতে থাকবো না?
=Shall we not be playing match at this time?
Ø হ্যাঁ, কাল সময় আমরা ম্যাচ খেলতে থাকবো
=Yes, of course we will be playing match at this time.
Ø আমরা কি বার বার খুলনা আসতে থাকবো?
=Shall we be coming to Khulna again and again?
Ø না, আমরা বার বার আসতে থাকবো না - No, we will not be.

Use of Will Have/Shall Have

Ø কি তবে চলে গেছে? - Will she have gone?
Ø না, যায়নি হয়ত - No she will not have gone.
Ø কাল এই সময় তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে
=You will have taken your test by this time tomorrow.
Ø তুমি কি আগামী বছরে দশম শ্রেণীর পরীক্ষা পাস করে জাবে?
=Will you have passed tenth class by this next year?
Ø তোমার ভাই কি ততদিনে কানাডা থেকে এসে যাবে?
=Will your brother have returned from Canada?
Ø না, তখনও নয় - No, he would not have.

Use of Can

Ø তুমি কি সেতার বাজাতে পারো? - Can you play a Sitar
Ø হ্যাঁ, আমি বাঁশীও বাজাতে পারি - Yes, I can also play a flute.
Ø তুমি আমার বই গুলো ফেরত দিবে? - Can you return my books?
Ø না, আমি ঠিক এখনি পারবনা - No, I cannot return them just now.
Ø তুমি কি ইংরেজি পড়তে পারো? - Can you read English.
Ø হ্যাঁ, পারি Yes, I can read this language.

Use of May

Ø আমি কি ভিতরে আসতে পারি স্যার? - May I come in sir?
Ø হ্যাঁ, তুমি পারো - Yes, you may.
Ø আমি কি সাবাতে যেতে পারি স্যার? - May I attend Sabha, Sir?
Ø নিশ্চয়, সানন্দে - Yes, with great pleasure.
Ø আমি সাকের এর সাথে যেতে পারি কি স্যার? - May I accompany, Shaker.
Ø না, পারো না আগে নিজের কাজ শেষ করো
=No you may not, you better finish your work.

Use of Could

Ø তুমি কি কাজটি একাই করতে পারো? - Could you do this work alone?
Ø না, আমি একা করতে পারি না - No, I could not do it alone.
Ø কি ঠিক সময়ে তোমাকে সাহায্য করতে পারো? - Could she help you in time?
Ø হ্যাঁ, সময় মতো সাহায্য করতে পারে - Yes, she could help me in time.
Ø রুমা কি সমস্যা টা সমাধান করতে পেরেছিল? - Could Ruma solve this problem?
Ø না, পারেনি - No, she could not solve it.

Use of Might/Must/Ought To/Would/Should

Ø সোহাগ বোধহয় ওকে সাহায্য করেছিল - Shohag might have helped him.
Ø বোধহয় এখানে এসেছিল - He might have come here.
Ø ওর বিয়েতে আমাকে যেতেই হবে - I must attend his marriage.
Ø আমাকে দশটার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে - I must reach home by 10 o’clock.
Ø ছোটদের ভালবাসতে হয় - We ought to love those younger than us.
Ø প্রতিদিন সকালে আমি দুই মাইল হাঁটব - Every morning I would walk two miles.
Ø তোমার আরও নিয়মিতভাবে ক্লাসে যাওয়া উচিত
=You should go to class more regularly.


PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE