Learn English Grammar Easy From Online

Pages

Language & Grammar


Language বা ভাষা কাকে বলে?

মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ইংরেজিতে Language বা ভাষা বলে। (The sound which is used to express a sense is called a Language)

যেমনঃ  I am a boy - আমি একজন বালক।
         He is a student - সে একজন ছাত্র।
         Mina is a girl - মিনা একজন মেয়ে।

পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির লোকে বিভিন্ন ভাষায় কথা বলে থাকে। আমরা বাংলাদেশি আমাদের ভাষা বাংলা। তদ্রুপ ইংরেজদের ভাষা English, চীনাদের Chinese, ফরাসিদের French, আরবিয়দের Arabic, জাপানিদের Japanese, রুশদের Russian. তবে একই দেশে একাধিক ভাষাও ব্যবহৃত হতে পারে। যেমন- ভারতে Hindi (হিন্দি), Panjabi (পাঞ্জাবি), Tamil (তামিল), Bangla (বাংলা), Urdu (উর্দু) ইত্যাদি ভাষা প্রচলিত আছে। আবার একই ভাষা একাধিক দেশে চালু থাকতে পারে। যেমন- EnglishFrench. বর্তমানে পৃথিবীতে প্রায় আড়াই হাজারেরও বেশি ভাষা প্রচলন আছে। সব দেশে ইংরেজি ভাষার প্রচলন আছে।

Grammar বা ব্যাকরণ কাকে বলে?

যে পুস্তকে ভাষা শুদ্ধরূপে বলা, পড়া ও লেখার নিয়মকানুন লেখা থাকে তাকে Grammar বা ব্যাকরণ বলে। (The book which contains the correct methods of learning a language is called Grammar)

1.     Girl a is Mina. 2. Mina is a girl.

উপরে ১ম Sentence টি লক্ষ কর। উক্ত  Sentence টি কয়েকটি শব্দ নিয়ে গঠিত হলেও তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না কারন সেখানে শব্দগুলো এলোমেলো ভাবে বসানো হয়েছে। কিন্তু ২য়  Sentence টি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে কারণ তা নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে।

পৃথিবীর সমস্ত বস্তুর ন্যায় ভাষাও সঠিকভাবে প্রকাশ করতে হলে ভাষাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে অন্যের নিকট বলে বা লিখে উপস্থাপন করতে হয়। সুতারং সঠিক ভাবে কথা বলতে, পড়তে ও লিখতে কিছু নিয়মকানুনের প্রয়োজন হয়। Grammar বা ব্যাকরণে এসব নিয়মকানুন ও রীতিনীতি লেখা থাকে।  Grammar পড়লে এগুলো সহজে জানা যায়। তাই  Grammar বলতে আমরা যা বুঝি, তা হলো ভাষার শুদ্ধ ব্যবহার। 

পৃথিবীর প্রত্যেক দেশে এক বা একাধিক ভাষা প্রচলিত আছে। প্রত্যেক ভাষাকে শুদ্ধরূপে শেখার জন্য  Grammar বা ব্যাকরণ আছে। বাংলা ভাষা শুদ্ধরূপে শেখার জন্য আছে বাংলা ব্যাকরণ, ফরাসি ভাষা শুদ্ধরূপে শেখার জন্য আছে ফরাসি ব্যাকরণ। তেমনি ইংরেজি ভাষা শেখার জন্য আছে ইংরেজি Grammar বা ইংরেজি ব্যাকরণ। 

ইংরেজি ব্যাকরণ কাকে বলে?

যে পুস্তকে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলা, পড়া ও লেখার নিয়মকানুন লেখা থেকে তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে। (The book which contains the correct methods of learning English language is called English Grammar)

ইংরেজি  Grammar এর পাঁচটি অংশ আছে।  1. Orthography - বর্ণ প্রকরণ। 2. Etymology - পদ প্রকরণ। 3. Syntax - পদবিন্যাস প্রকরণ। 4. Punctuation - বিরাম চিহ্ন। 5. Prosody - ছন্দ প্রকরণ।

PLEASE SHARE OUR PAGE WITH YOUR FRIEND

LET'S EARN REAL 100% MONEY ONLINE EASY !

GET YOUR BOOKS IN PDF FROM ONLINE EASILY

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE

CLICK ON BELLOW ADS TO HELP NEEDY PEOPLE