আমরা জানি যে Sentence এর দুটি অংশ থাকে Subject এবং Predicate. আর ইংরাজি ব্যাকরণে Subject খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা এখন Subject সম্পর্কে আরো বিস্তারিত জানবো।
Subject কাকে বলে?
কোনো Sentence এ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে। (The part
which names the person or thing we are speaking about. This is called the
subject of the sentence) যেমন -
(1) His
parents sent him to school.
(2) A boy lived
in a village.
(3) He liked
his lessons.
Note: যদি ভালভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে, Parents, Boy এবং He হচ্ছে মুল Subject এবং তাই এগুলোকে Subject Proper
বলে। আর His এবং A হচ্ছে Subject এর অতিরিক্ত অংশ তাই এগুলোকে বলে Adjuncts to
Subject.
Subject এর ব্যবহার -
(1) Subject অধিকাংশ সময় Sentence এর শুরুতে ব্যবহার হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে এটি Predicate এর পরে বসে Sentence এর কোনো অংশকে Emphasize বা জোর প্রদান করে থাকে। যেমন -
Here comes the bus.
Sweet are the uses of adversity.
Silver and
gold have I none.
(2) Imperative
Sentence এ Subject উহ্য বা লুকায়িত থাকে। যেমন -
Sit down.
Thank him. [এখানে দুটি Sentence এ Subject ‘You’
উহ্য আছে]
(3) মাঝে মাঝে Assertive এ Subject উহ্য থাকে। যেমন -
Thank you.
Hope, you are
well. [এখানে দুটি Sentence এ Subject ‘I’ উহ্য আছে]
(4) Interrogative
Sentence এ Subject অধিকাংশ সময় Verb বা Predicate অংশের পরে বসে। যেমন -
Are you a students?
Will you go to school?
(5) Optative Sentence
এ Subject অধিকাংশ সময় Verb বা Predicate অংশের পরে বসে। যেমন -
May you be happy.
May Allah bless you.
Note: Sentence এর মধ্য থেকে Subject কে সহজে খুজে বের করতে হলে Verb এর কাছে ‘কে’ দিয়ে প্রশ্ন করতে হয়।
|